Tuesday, August 26, 2025

কেরলের কোচিতে দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

দেশের মধ্যে প্রথম ওয়াটার মেট্রো(Water Metro) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার কেরলের বন্দর শহর কোচির আশেপাশে অন্তত ১০টি ছোট-বড় দ্বীপকে সংযুক্ত করছে এই ওয়াটার মেট্রো। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই মেট্রো প্রথম যাত্রা শুরু করবে ৮টি বৈদ্যুতিক হাইব্রিড নৌকা নিয়ে। এই ড্রিম প্রজেক্টের ফান্ডিং করেছে জার্মান সংস্থা কেএফডব্লিউ(KFW), এবং কেরল সরকার। পুরো প্রকল্পের জন্য খরচ হচ্ছে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

সোমবার দু’দিনের কেরল সফরে এসেছেন নরেন্দ্র মোদি। সোমবার রাজধানী তিরুঅনন্তপুরমে একটি রোড শো করেন তিনি। মঙ্গলবার কোচিতে অভিনব ওয়াটার মেট্রো উদ্বোধনের পাশাপাশি কেরলের প্রথম বন্দে ভারত ট্রেনেরও (Vande Bharat Expres) উদ্বোধন করেন তিনি। অভিনব এই ওয়াটার মেট্রো প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, মাত্র ২০ মিনিটেরও কম সময়ে হাইকোর্ট টার্মিনাল থেকে ভাইপিন টার্মিনালে পৌঁছে যাওয়া যাবে। ভাইত্তিলা থেকে কাক্কানাদ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। জলপথে মেট্রো যাত্রার জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২০ টাকা। যাত্রীদের জন্য ট্রেনের মতোই সাপ্তাহিক এবং মাসিক টিকিটেরও ব্যবস্থা আছে। পাশাপাশি কোচি ওয়ান কার্ড ব্যবহার করে একই সঙ্গে মেট্রো রেল এবং ওয়াটার মেট্রোয় চড়া যাবে বলে জানিয়েছে কেরল সরকার। ‘কোচি ওয়ান অ্যাপ’ দিয়ে অনলাইনেই টিকিট বুক করা যাবে।

সমগ্র মেট্রো প্রকল্পটিতে চলবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা এবং মোট ৩৮টি টার্মিনাল থাকবে। প্রথম ধাপে কোচি ওয়াটার মেট্রো সার্ভিস শুরু হবে হাইকোর্ট থেকে ভাইপিন টার্মিনাল, এবং ভাইত্তিলা থেকে কাক্কানাদ টার্মিনাল পর্যন্ত দু’টি রুটে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জলপথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে কোচি ওয়াটার মেট্রো। নিত্যযাত্রীদের পর্যটকদের জন্যও অভিনব হতে চলেছে এই ওয়াটার মেট্রো।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...