Saturday, August 23, 2025

অভিষেক রাস্তায় নামতেই সস্তার রাজনীতি বিজেপির, বনধ প্রত্যাখ্যানের ডাক কুণালের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার আনতে রাজ্যজুড়ে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরের জেলাগুলিতে একের পর এক কর্মসূচিতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। খুব সাফল্যের সঙ্গেই জনসংযোগ যাত্রা করছেন অভিষেক। আপাতত আরও কয়েকটি দিন উত্তরের জেলাগুলিতেই থাকবেন অভিষেক। সেই আবহতেই এবার উত্তরবঙ্গে বনধ ডাকল বিজেপি।

কালিয়াগঞ্জ ইস্যুতে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। ওই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপি ধর্না কর্মসূচিও পালন করছে। আজ, বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই শুক্রবারের বন্‌‌ধের কথা ঘোষণা করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর কর্মসংস্কৃতির বাংলায় বিজেপির এই বনধকে “সস্তার রাজনীতি” হিসাবে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দাবি, অভিষেক পথে নামাতেই ভয় পেয়েছে বিজেপি। তাই এমন সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি মানুষকে এই বনধ ব্যর্থ করার অনুরোধ করেছেন।

কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরব বিজেপি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই তারা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দেয়। দেবশ্রী বলেন, ‘‘একের পর এক ঘটনায় রাজ্য সরকার তথা তৃণমূল যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ফুঁসছে উত্তরবঙ্গের মানুষ। সাধারণ মানুষের সেই ক্ষোভকে সম্মান জানিয়েই এই বন্‌ধের সিদ্ধান্ত।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। শুক্রবারও তাঁর ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচি রয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দু’টি জেলাতেই সভা করার কথা তাঁর। তার মধ্যেই উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল বলেন, ‘‘বিজেপি সস্তার রাজনীতি করছে। আসলে অভিষেক রাস্তায় নামতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। সে কারণেই নানা রকম কিছু করছে। এ বার বন্‌‌ধ ডাকা হল।’’

আরও পড়ুন:কর্মসূচি চালিয়ে যাব: বনধকে ফুঁৎকারে উড়িয়ে বার্তা অভিষেকের

 

spot_img

Related articles

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...