Tuesday, November 11, 2025

আমেরিকায় ফের ব.ন্দুকবাজের হা.মলা! ম.র্মান্তিক পরিণতি এক শিশু-সহ ৫ জনের  

Date:

Share post:

আমেরিকায় অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের (Gunman) গুলিতে মৃত্যু হল এক শিশু সহ পাঁচ জনের। মৃতরা সকলে হন্ডুরাস (Honduras) বংশোদ্ভুত বলে পুলিশ সূত্রে খবর। এদিন আততায়ী মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। আর টেক্সাসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে, আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, শিশু সহ মৃত ওই পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুত টেক্সাসের (Texas) হাউস্টনের কাছে একটি বাড়িতে থাকতেন। শনিবার আচমকাই বাড়িতে চড়াও হয় অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী। আর তারপরই নির্বিচারে গুলি চালায় সে। ঘটনাস্থলে আট বছরের এক শিশু সহ মোট পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুতের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে হামলা চলে। এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালানো হয় বলে খবর।

তবে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন হাউস্টনের শেরিফ। সে যা ইচ্ছা তাই করবে বলে হুঁশিয়ারি দেয়। তারপরেই আততায়ী ওই বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। বরাত জোরে বেঁচে যায় ২ শিশু। বাড়িতে মোট ১০ জন ছিলেন বলে জানান তিনি। এই ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ (Texas Police)। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত মেক্সিকোর বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ। যতক্ষণ না অভিযুক্ত গ্রেফতার (Arrest) না হচ্ছে, ততক্ষণ স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।

 

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...