Tuesday, August 26, 2025

ফিরল ভোপালের স্মৃতি! লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে মৃ.ত ১১, জ.খম ১৩

Date:

Share post:

ভোপালের স্মৃতি ফিরল লুধিয়ানায়। রবিবার সকালে বড়সড় বিপত্তি লুধিয়ানার এক ডেয়ারি কারখানায়। কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করার ঘটনায় মৃত্যু হল ১১ জনের। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরও ১৩ জন। দুর্ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কারখানার ভিতরে আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল সাতটার কিছু পরে ওই কারখানা থেকে ঝাঁঝাল গ্যাস ছড়াতে থাকে।

লুধিয়ানার মহকুমা শাসক স্বাতী তিওয়ানা জানিয়েছেন, রবিবার সকালে গিয়াসপুরার শেরপুরচক এলাকার সুয়া রোডের ধারে একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে আচমকাই বিষাক্ত ছড়িয়ে পড়ে। ওই বিষাক্ত গ্যাস নিমিষেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাসের ঝাঁঝাল গন্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। অনেকেই দ্রুত নিস্তেজ হয়ে পড়েন। গ্যাস লিকের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশ কারখানার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঘিরে রাখে। আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয় বলেই জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরে আধিকারিকদের। অসুস্থদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ওই এলাকায় চিকিৎসকদের একটি দলকেও পাঠানো হয়। তবে কীভাবে ওই কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল তা জানা যায়নি। লুধিয়ানার মহকুমা শাসক জানিয়েছেন, আপাতত তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে অসুস্থদের দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা সব ধরনের ব্যবস্থা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে। গ্যাস লিকের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। অসুস্থদের চিকিৎসায় সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন মান।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃ.ত্যুর হার

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...