দেশ জুড়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী (PM)। অথচ বাস্তব ছবিটা অন্য কথা বলছে। বিহারের সিওয়ান জেলার লক্ষ্মীপুর গ্রামের (Lakshmipur village in Siwan district of Bihar) বাসিন্দা নাবালিকার (minor girl) সঙ্গে চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিয়ের কথা প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে গেছে। জানা যাচ্ছে বাবা সময় মতো ‘ধার’ শোধ করতে না পারার শাস্তি পেল ১২ বছরের মেয়ে। সেকারণে ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে বিয়ে করার অভিযোগ (Bihar man weds minor girl) উঠল প্রায় বছর ৪০-এর এক ব্যক্তির বিরুদ্ধে।

বিহারে এমনিতেই সাধারণ মানুষের শিক্ষার হার নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কুসংস্কারের কারণে তা খবরের শিরোনামেও আসে। তবে এবার যা ঘটল তা নিয়ে নিন্দার ঝড় নেট দুনিয়ায়। স্থানীয় সূত্রে খবর মহেন্দ্র পান্ডে নামে এক ব্যক্তির থেকে ২ লক্ষ টাকা ধার হিসাবে নিয়েছিলেন নাবালিকার বাবা। কিন্তু সময় মতো তিনি টাকা পরিশোধ করতে পারেননি বলেই জানা যাচ্ছে। আর এরপরই টাকা না দেওয়ার অপরাধে নাবালিকাকে তাঁর বাড়িতে আটকে রাখার অভিযোগ চল্লিশোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত। এর কিছু দিনের মধ্যেই ওই নাবালিকাকে বিয়ে করেন অভিযুক্ত। এরপরই নাবালিকার মা মারিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। মহেন্দ্র পান্ডে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ আইনের পাশাপাশি পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
