Saturday, January 3, 2026

‘ব্যালট বিভ্রাট’ নিয়ে গুজবে কান নয়: জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের

Date:

Share post:

নিজের ভোট নিজে দিন শুধু নয়, নিজের প্রার্থী নিজেই বাছুন- পঞ্চায়েতের আগে এই কর্মসূচি নিয়েই রাস্তায় রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘গ্রাম বাংলার মতামত‘ কর্মসূচিতে স্থানীয় মানুষকেই তৃণমূলের প্রাথী বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন অভিষেক। সেই মতো হচ্ছে গোপন ব্যালটে ভোট। কিন্তু জনগণের অতি উৎসাহের ফলে কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু এই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এই ধরনের যাবতীয় অভিযোগে কান না দেওয়ার কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


জনসংযোগ যাত্রায় সভা-অধিবেশন করার পাশাপাশি পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী খুঁজতে গোপন ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত স্তরে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয় হচ্ছে। কিন্তু ব্যালট পেপারের ভোট প্রসঙ্গে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর ছাড়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটগ্রহণ প্রসঙ্গে যাতে কোনও রকম গুজব না ছড়ানো হয়, সে বিষয়ে নির্দেশ দেন তিনি।

অভিষেকের কথায়, কিছু মানুষ নিজেদের স্বার্থে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “ব্যালট পেপারে যাঁদের নাম রয়েছে তাঁদের অন্যান্য নামের চেয়ে এক ধাপ এগিয়ে রাখা হচ্ছে। এটা ঠিক নয়।“ জনগণ নির্বাচনের পাশাপাশি বুথ স্তরের সভাপতিদের প্রস্তাবিত নামও বিবেচনা করা হবে। অভিষেক স্পষ্ট করে দেন, “কয়েক জনের নাম দেওয়া আছে কিন্তু তার মানে এই না যে তাঁরা প্রার্থীর দৌড়ে এগিয়ে আছেন। আরও একটা খালি জায়গা আছে যেখানে আপনি আপনার পছন্দের নাম লিখে দিতে পারেন। বুথ সভাপতিরা, দলীয় নেতারা এবং মানুষ যাঁকে ঠিক করবেন তৃণমূল তাঁকেই প্রার্থী করবে।“

 

spot_img

Related articles

শপথ নিয়েই কাজে মামদানি: নিউইয়র্কবাসীর জন্য সুলভ ঘর তুলে দিতে পদক্ষেপ

নিউইয়র্ক শহর সাধারণ মানুষের বাসযোগ্য করার শপথ নিয়েছিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ গ্রহণেও তারই ইঙ্গিত রেখেছিলেন তিনি।...

অভিনব উদ্যোগ: সরাসরি চা বাগানের শ্রমিকদের অভাব-অভিযোগ শুনবেন অভিষেক, চলছে ফর্ম Fill-up

বিধানসভা নির্বাচনের আগে সারাবাংলা চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ আলিপুরদুয়ার (Alipurduwer)...

হোটেলের ঘরে হলিউড তারকা জোন্সকন্যার দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সান ফ্রান্সিসকোর হোটেল রুমে 'মেন ইন ব্ল্যাক ২' সিনেমার অভিনেত্রী ভিক্টোরিয়া জোন্সের (Victoria Jones) রহস্যমৃত্যু। শুক্রবার ভোররাতে হলিউড...

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

শেষ পর্যন্ত মৃত্যু হল বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসের। ছুরি দিয়ে কুপিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ফের...