Wednesday, August 27, 2025

যে রক্ষক সেই ভক্ষক: যেভাবে গরু পা.চারের ব্লু-প্রিন্ট বানাতো অমিত শাহের দফতরের BSF

Date:

Share post:

গরু পাচার মামলায় এবার সরাসরি কাঠগড়ায় বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF)। আদালতে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতরের নিয়ন্ত্রণাধীন বাহিনীর দিকে আঙুল তুলেছে ইডি (ED) ।কেন্দ্রীয় এজেন্সির দাবি, বছরের পর বছর কার্যত সিন্ডিকেট খুলে রাত ১১ টা থেকে ভোর ৩টের মধ্যে সীমান্তে চলত গরু পাচার। যার ব্লু-প্রিন্ট তৈরি করতেন বিএসএফ কর্তারা। অর্থাৎ, যে রক্ষক সেই ভক্ষক। দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি।

অমিত শাহের দফতরের নিয়ন্ত্রণাধীন বিএসএফের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। গরু পাচার কাণ্ডে বার বার ‘কিংপিন’ হিসেবে উঠে এসেছে অনেক বিএসএফ আধিকারিকের নাম। পাচারে অভিযুক্ত ও দালালদের সঙ্গে
যোগসাজশ এবং মোটা টাকা হাতানোর অভিযোগ উঠেছে বিএসএফ কর্তাদের বিরুদ্ধে।

এর আগে মুর্শিদাবাদে বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের তৎকালীন কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। ইডির চার্জশিটেও তাঁর নাম রয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে ৩৬ নম্বর ব্যাটালিয়নের আওতাধীন নিমতিতা, খান্ডুয়া এবং গিরিয়া সীমান্ত চৌকি দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু বিএসএফের সহযোগিতায় বাংলাদেশে পাচারের অভিযোগ তুলেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, পাচার সিন্ডিকেটের ‘টোকেন’-এর সঙ্গে পরিচিত ছিল সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরা। সেই বিশেষ টোকেন দেখিয়ে অনায়াসে সীমান্তে পৌঁছে যেত গরু ভর্তি ট্রাক ও লরি।

এখানেই শেষ নয়, বিএসএফের তৎকালীন কমান্ডান্টের পাশাপাশি কাস্টমস আধিকারিকদের গরু পাচারে সরাসরি যোগসাজশ ছিল বলে দাবি করেছে ইডি। পাচারকারীরা
বিএসএফ এবং কাস্টমস অফিসারদের সাহায্যে আটক (সিজড) হওয়া গরু অনেক সস্তায় কিনতেন। খাতায়-কলমে নিলাম দেখিয়ে গরুগুলি পশু বাজারে পাঠানো হয়েছে বলা হলেও আদতে এলাকার রাখালদের মারফত তা বেআইনিভাবে পাচার হতো বাংলাদেশে। এই সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষ লেনদেন ও যোগসাজশ ছিল বিএসএফ এবং কাস্টমস কর্তাদের। এভাবেই বছরের পর বছর গরু পাচারের সিন্ডিকেট চলেছে অমিত শাহের দফতরের অধীনে থাকা বিএসএফ কর্তাদের হাত ধরে। বিএসএফ এবং কাস্টমসকে এড়িয়ে গরু পাচার কার্যত অসম্ভব বলেও দাবি করেছে ইডি।


 

 

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...