Sunday, January 11, 2026

সেনায় ফের নারীশক্তির জয়গান: LOC-তে এবার মহিলা অফিসার নিয়োগে সিলমোহর

Date:

Share post:

সীমান্ত রক্ষায় ভারতীয় সেনাবাহিনীতে(Indian Army) নারী শক্তিকে কাজে লাগানোর পথে হেঁটেছে কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক যুগান্তকারী সিদ্ধান্তের পর ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক(defence ministry)। জানানো হয়েছে এবার নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনী বিশেষ শাখায় মোতায়েন করা হবে মহিলা আধিকারিকদের। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় বিশেষভাবে সক্ষম ওই বাহিনীর সদর দপ্তরেও মহিলা আধিকারিকদের নিয়োগ করা হবে। সম্প্রতি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, টিউটোরিয়াল আর্মি বা বিপর্যয় মোকাবিলায় কাজ করার সেনার বিশেষ বাহিনীতে মহিলা অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজনাথ সিং। নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন থাকা সেনাবাহিনীর এই শাখার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টে তাঁদের নিয়োগ করা হবে। পাশাপাশি দিল্লিতে সদর দপ্তর এবং ডিরেক্টর জেনারেলের দপ্তরে প্রয়োজনমতো কাজ করতে পারবেন মহিলা আধিকারিকরা। বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে এসব কাজের জন্য পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যথেষ্ট যোগ্যতার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন মহিলারাও। দেশের কাজ করতে তাঁদের উচ্চাশাও পূরণ হওয়া দরকার। আর সেদিকে নজর রেখেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।

কিন্তু কী এই টিউটোরিয়াল আর্মি? মূলত শারীরিকভাবে দক্ষ সাধারন নাগরিক ও সেনায় প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকদের সমন্বয়ে তৈরি এই বাহিনী যারা কাজ করে বিপর্যয় মোকাবিলায়। প্রতিবছরই বাহিনী প্রশিক্ষণ হয়। সীমান্তের দুর্গম এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই বাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবার সেই কাজেই নারীর ক্ষমতায়ন। নিয়ন্ত্রণ রেখার কাছেও এবার থেকে মোতায়েন থাকবেন মহিলারা। এই মর্মে প্রয়োজনীয় আইন সংশোধনের পথে হেঁটেছে প্রতিরক্ষা মন্ত্রক।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...