Friday, January 16, 2026

শেষ প্রচারে কর্নাটকে প্রিয়াঙ্কা-ঝড়, সোনিয়ার বিরুদ্ধে কমিশনে বিজেপি

Date:

Share post:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার শেষ মুহূর্তের প্রচারে কার্যত ঝড় তুলল কংগ্রেস(Congress)। গত শনি ও রবি টানা দুদিন কর্নাটক জুড়ে মেগা রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার শেষ দিনের নির্বাচনী প্রচারে ময়দানে নামলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। রীতিমতো ঝড় তুললেন প্রচারে। অন্যদিকে শনিবার সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো বিজেপি(BJP)।

সোমবার নির্বাচনী প্রচারে এসে জমকালো রোড শো করলেন প্রিয়াঙ্কা। ফুলে সজ্জিত একটি গাড়িতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তার দুপাশে ভিড় জমানো জনতাকে স্বাগত জানান। পাশাপাশি এদিন প্রচারে দেখা যায় রাহুল গান্ধীকেও। অন্যদিকে, কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারের শেষ দিনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিশানা করল বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটের প্রচারে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার মতো অসাংবিধানিক মন্তব্য করেছেন সোনিয়া। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সোনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি। গত শনিবার নির্বাচনি প্রচারে গিয়ে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছিলেন সোনিয়া। এই ইস্যুকে হাতিয়ার করে সোনিয়ার বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। রবিবার সোনিয়া গান্ধীকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বক্তব্যের পাল্টা এদের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও।

সোনিয়া গান্ধীর বক্তব্যে পাল্টা দিয়ে রবিবার কর্নাটকে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, “গত কাল গান্ধী পরিবার প্রচারে এসে কর্নাটকের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছিলেন। এর অর্থ হল, যখন কোনও দেশ স্বাধীন হয়, তখন সেটিকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ধরা হয়ে থাকে। কংগ্রেস নেতারা যা বলছেন, তা ধরলে মেনে নিতে হয়, কর্নাটক আর ভারতের অংশ নয়।” প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাবি করে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে, “‘কংগ্রেস ভারত থেকে কর্ণাটককে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে’ সংক্রান্ত যে মিথ্যা অভিযোগ নরেন্দ্র মোদি করেছেন তার জন্য কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশি অভিযোগ জানাক।”

spot_img

Related articles

তপসিয়ার সোফা কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে শুক্রবারও কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায়...

আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়, মহাকাল মন্দির ঘিরে উন্নয়ন শিলিগুড়ির: শিলান্যাসে দাবি মুখ্যমন্ত্রীর

কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের পরিষেবা থেকে বিনোদনে বারবার তা প্রমাণিত। পর্যটন ও মানুষের ধর্মীয়...

বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি! হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের

ঝাড়খণ্ডে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। এ নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemont...

অধিনায়ক রোহিতের পক্ষে সরব, গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন মনোজ

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন...