Wednesday, November 5, 2025

ফের ছোড়া হল পাথর! কেরলে বন্দে ভারতে দ্বিতীয়বার হা*মলা

Date:

Share post:

এপ্রিলের শেষেই উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। তারপরই ট্রেনটিকে লক্ষ্য করে দ্বিতীয়বার ছোড়া হল পাথর। এবার কাসারাগড়-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করেই ফের পাথর ছোড়ার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, সোমবার কিছু দুষ্কৃতী এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে।

আরও পড়ুন:ছোড়া হল পাথর! ভাঙল জানলার কাঁচ! উদ্বোধন হতেই কেরলে ক্ষতিগ্রস্ত বন্দে ভারত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল হঠাৎ রেলের আধিকারিকরা লক্ষ্য করেন ট্রেনের গায়ে ঘষা দাগ রয়েছে। তাঁদের অনুমান পাথর ছোড়ার কারণেই এরকম দাগ হয়েছে ট্রেনে। সেই সময় উত্তর কেরলের ভালাপট্টনম দিয়ে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনের গায়ে দাগ দেখতেই সঙ্গে সঙ্গে পুলিশকে এই বিষয়ে জানান রেলের আধকারিকরা। তাঁদের অনুমান, ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। ট্রেনটি কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছিল।
রেলের তরফে জানানো হয়েছে , দুপুর ৩ টে ২৭ নাগাদ ভালাপট্টনম ও কান্নুর চিরাকলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। এদিকে পুলিশ জানিয়েছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটেছে কি না। তবে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপও করা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই কিছু দুষ্কৃতী কেরলের মলপ্পুরম জেলার তিরুনাভায়া ও তিরুরের মধ্যে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ে।তবে বন্দে ভারত শুধু কেরলের নয়। ট্রেনটি উদ্বোধনের পরেই জনরোষের শিকার হচ্ছে ট্রেনটি। মোদিরাজ্য গুজরাট, যোগীরাজ্য উত্তরপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধপ্রদেশেও ট্রেনটিতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।


 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...