Sunday, August 24, 2025

বাংলায় ”দ্য কেরালা স্টোরি” নিষিদ্ধ নিয়ে বিস্ফোরক শুভাপ্রসন্ন, পাল্টা দিলেন কুণাল

Date:

Share post:

পরিচালক সুদীপ্ত সেনের “দ্য কেরালা স্টোরি” নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। সেই চলমান বিতর্কের মধ্যে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সম্প্রতি বাংলার বুকে “দ্য কেরালা স্টোরি”-কে নিষিদ্ধ ঘোষণা করেছে তৃণমূল সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণা করেছেন। যা নিয়ে বিস্ফোরক, তৃণমূল ঘনিষ্ট বলেই পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন চিত্রশিল্পী। তাঁর মন্তব্য, “শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্যায় কিছু হতে পারে না।” এখানেই থামলেন না, সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না।” বিস্ফোরক মন্তব্যে তাঁর আরও সংযোজন “হিটলারি একটা শাসন… এটা তো বজরং দলের কাজ “!

ঠিক কী বলেছেন শুভাপ্রসন্ন? শিল্পীর দাবি, ”তাঁর (মুখ্যমন্ত্রী) স্তাবকরা তাঁকে সঠিক পথে চালিত করে না। মমতা নিজে হয়তো সিনেমাটা দেখেননি। দেখলে তিনি বন্ধ করতেন না। আমি ঘনিষ্ঠ বলে তো আমি অন্ধ নই। আমি তো পার্টির মেম্বার নই। দল গড়ে ওঠার সাক্ষী। আমি জানি কত প্রাণ দিয়ে উনি দলটা দাঁড় করিয়েছেন। স্তাবকরা তখন কোথায়? গালিগালাজ করত। কোথায় ছিল আন্দোলনের সময়?”

শুভাপ্রসন্নর এমন মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, “উনি মহামানব। আজ ২৫ শে বৈশাখ। উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখেন। যা বলার ২৬শে বৈশাখ বলব। আগের বার তো এসব বলে কান্নাকাটি করেছেন।”

তবে এই প্রথম নয়, শাসক ঘনিষ্ঠ হয়েও শুভাপ্রসন্নর একের পর এক বিতর্কিত মন্তব্য বিড়ম্বনায় ফেলছে শাসক দলকে। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় ”পানি”, ”দাওয়াত”-এর মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শিল্পী শুভাপ্রসন্ন। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চে দাঁড়িয়েই শুভাপ্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...