Tuesday, November 4, 2025

ম.দ্যপান করে চরম ‘অ.সভ্যতামি’! কলকাতা বিমানবন্দরে গ্রে.ফতার মহিলা যাত্রী

Date:

Share post:

তখন প্রায় মধ্যরাত। মাঝ আকাশে দুরন্ত গতিতে ছুটে চলছে বিমান। আর তার মধ্যেই মদ্যপান (Drunk) করে চরম ‘অসভ্যতামি’ করলেন এক মহিলা যাত্রী। আর তাতে বেশ চাপে পড়ে যান বিমানে থাকা পুরুষ যাত্রীরা। মহিলার অসভ্যতামির প্রতিবাদ করলে সেই পুরুষকে জাপটে ধরেন ওই মদ্যপ মহিলা এমনটাই অভিযোগ। তবে বিমানের মধ্যে যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর সেই অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল এক মহিলা যাত্রীকে (Women Passenger)। বিমান সংস্থা সূত্রে খবর, এদিন পরিস্থিতি বেগতিক দেখে মাঝরাতেই খবর দেওয়া হয়েছিল সিআইএসএফ (CISF) দফতরে। বৃহস্পতিবার সকালে ওই মদ্যপ মহিলাযাত্রীকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport Police Station) থানার হাতে তুলে দেওয়া হয়।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর (Indigo) ওই বিমানটি। অভিযোগ, বুধবার রাতে বিমান ছাড়ার কিছুক্ষণ পরই দেখা যায়, করমজিৎ কৌর (Karamjit Kaur) নামে ওই মহিলা যাত্রী বিমানের মধ্যেই প্রকাশ্যে মদ্যপান করছেন। শুধু তাই নয়, সহযাত্রীদের (Co Passenger) সঙ্গে অভব্য আচরণ করারও অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। নিজের পোশাকের অনেকটা অংশ খুলে অশ্লীল ইঙ্গিত করেন। তারই প্রতিবাদ করেছিলেন কয়েকজন ব্যক্তি। তখন ওই মদ্যপ মহিলা প্রতিবাদী পুরুষদের গিয়ে জাপটে ধরেন এবং কুকথা বলেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে বিমানসেবিকাদের গালিগালাজ করেন ওই মহিলা।

পরে রাত ১টা ১০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করলেই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের হাতে ওই মহিলা যাত্রীকে তুলে দিতে চায় বিমান সংস্থা। কিন্তু রাতে কোনও মহিলা যাত্রীকে আটক করা যায় না। আর সেকারণেই বৃহস্পতিবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মদ্যপ মহিলাকে। তবে এদিন বিমানবন্দরে ওই মহিলাকে আটক করা হলে তিনি তীব্র প্রতিবাদ জানান। তাঁকে দ্রুত ছেড়ে দিতে বলেন। এমনকী সিআইএসএফ জওয়ানদের অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। পরে জওয়ানরা পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই অ্যালকোহল সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে এয়ার ইন্ডিয়া। তারপরও কীভাবে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...