হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে গভীর নিদ্রামগ্ন বিরোধী দলনেতা শুভেন্দু!

অনুষ্ঠানেই শপথের মাঝে একটি ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে সামনের সারিতে বসে চোখ বন্ধ শুভেন্দু অধিকারীর!

কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেখানেই আমন্ত্রিত হয়ে এসে কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে বিভিন্ন মহলে ছিঃ ছিঃ কাণ্ড! সর্বত্র সমালোচনার ঝড়।

আজ, বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিয়েছেন টিএস শিবজ্ঞানম। রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রীতি মেনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু সহ আরও অনেকে।

এই অনুষ্ঠানেই শপথের মাঝে একটি ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে সামনের সারিতে বসে চোখ বন্ধ শুভেন্দু অধিকারীর! গভীর নিদ্রায় মগ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! এই ছবি ভাইরাল হতেই তাঁর সৌজন্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।