Sunday, May 4, 2025

জেল মুক্তির পর এবার স্থায়ী জামিনের আর্জি নিয়ে ইসালামাবাদ হাইকোর্টে ইমরান

Date:

Share post:

আদালত চত্বর থেকে অবৈধ গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে জেলমুক্তি হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan)। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ফের ইসালামাবাদ হাইকোর্টে(Islamabad High Court) উপস্থিত হলেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানিয়ে ফের আদালতে এলেন ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান(Pakistan) তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলার তদন্ত করছে ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। এই মামলায় গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিশ পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি। যার জেরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলাতেই এবার স্থায়ী জামিনের আর্জি জানিয়ে ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এই মামলাতেই অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। যদিও বৃহস্পতিবার ইমরানের এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে জানিয়ে দেয় পাক সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই মুক্তি দেওয়া হয় ইমরানকে।

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...