Tuesday, January 13, 2026

তৃণমূলে ছেড়ে নির্দল হয়ে দাঁড়ালে ফেরার পথ বন্ধ: কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে পূর্ব বর্ধমানে (East Badhawan) দলীয় কর্মীদের কড়া বার্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। রবিবার, দিনভর রায়না, খন্ডঘোষ-সহ বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ যাত্রা, রোড শো সমাবেশ করেন অভিষেক। রাতে তাঁবুতে ফিরে সেখানে করেন দলীয় অধিবেশন। উপস্থিত ছিলেন বুথ সভাপতিরা। অভিষেক সাফ জানিয়ে দেন, যদি কেউ মনে করেন, প্রার্থী পছন্দ না হওয়ায় ভোটের সময় নির্দল হয়ে দাঁড়িয়ে, ভোটের পরে ফিরে এসে তৃণমূলে (TMC) যোগ দেবেন- তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। তাঁর জন্য তৃণমূলের দরজা বন্ধ।

ভোটাররাই যাতে তাঁদের প্রার্থী বেছে নিতে পারেন, এই উদ্দেশ্যে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে পছন্দের প্রার্থীর নাম গোপন ব্যালটে জানাচ্ছেন স্থানীয়রা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এই সমস্ত প্রস্তাবিত নাম এবং তার সঙ্গে জেলার নেতৃত্বের নামের তালিকা সব দেখেই চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে। এর পরেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি স্পষ্ট জানান, প্রার্থী পছন্দ না হলেও তাঁকে কাঁধে করে ভোট বৈতরণী পার করার দায়িত্ব নিতে হবে সকলকে। কেউ যদি মনে করেন এই প্রার্থী পছন্দ হয়নি, তাহলেও দলের পছন্দকেই মান্যতা দিতে হবে। এই প্রসঙ্গে অভিষেকের বার্তা, কেউ যদি মনে করেন ভোটে কাজ করবেন না, প্রার্থী পছন্দ না হওয়ায় তাঁর হয়ে প্রচারে যাবেন না, অথবা নির্দল হয়ে দাঁড়াবেন। তাহলে তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। একবার নির্দল হয়ে দাঁড়ালে তাঁকে আর তৃণমূলে ফেরানো হবে না; অন্তত তিনি যতদিন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে আছেন। যাঁরা দলে থেকেও প্রার্থীর হয়ে কাজে অংশগ্রহণ করবেন না, তাঁদের জন্য তৃণমূলের দরজা খোলা আছে, তাঁরা দল ছেড়ে বেরিয়ে যান- সাফ জানান অভিষেক।

একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে চিঠি সংগ্রহের কাজ চলছে। এক কোটি চিঠি নিয়ে তিনি দিল্লি যাবেন। তাঁর এই কর্মসূচির কথা শুনে এদিন পূর্ব বর্ধমানের ৯৭ বছরের এক বৃদ্ধ দিল্লি যেতে চেয়েছেন বলে জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, মোদি সরকার বাংলার প্রাপ্য আটকে রেখেছেন জেনে সেই বৃদ্ধ বলেছেন, “আমি দিল্লি গিয়ে মোদির সঙ্গে দেখা করে দাবি আদায়ের কথা বলব”। অভিষেকের মতে, মানুষ যদি ঠিক করে কাউকে ক্ষমতাচ্যুত করবে তাহলে সেটা করা ৫ মিনিটের ব্যাপার। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে।

 

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...