Friday, January 9, 2026

“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও

Date:

Share post:

কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ার পর এবার কুড়মিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন বিজেপি সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।সোমবার বিক্ষোভের পর রীতিমত কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” এমনকি কুড়মিদের আন্দোলন চলাকালীন কুড়মিদের চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।এরপরই দিলীপকে নিশানা করে কুড়মিদের প্রতিনিধি বলেন, কাদের চাল-ডাল পাঠিয়েছিলেন দিলীপ, তা প্রকাশ্যে বলুক দিলীপ ঘোষ। ” নাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে”।

আরও পড়ুন:“আমার দলের নেতারা কাপড় খুলে দেবে”, মুখ্যমন্ত্রীকে নিয়ে অ*শালীন মন্তব্য দিলীপের
প্রসঙ্গত, রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। লালগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। লালগড় যাওয়ার পথে বামাল এলাকায় তাঁর পথ আটকান কুড়মি সমাজের প্রতিনিধিরা। কুড়মিরা পথ আটকানোয় গাড়ি থেকে নেমে আসেন দিলীপ ঘোষ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তখনই কুড়মি সমাজের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেন,জনপ্রতিনিধি হিসাবে কুড়মিদের দাবিদাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী? সে ব্যাপারে দিলীপের থেকে বার বার প্রতিক্রিয়া চাইতে থাকেন বিক্ষোভকারীরা। কুড়মিদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও সোমবার সকালে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” খেমাশুলিতে আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।
দিলীপের এই দাবি মানতে নারাজ কুড়মি আন্দোলনের নেতৃত্বরা। সংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেছেন, “২৪ ঘন্টার মধ্যে সাংসদ তিনি যদি প্রকাশ্যে না জানান আন্দোলনের সময় তিনি কার মাধ্যমে চাল ডাল পাঠিয়েছেন  তাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...