Friday, August 22, 2025

“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও

Date:

Share post:

কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ার পর এবার কুড়মিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন বিজেপি সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।সোমবার বিক্ষোভের পর রীতিমত কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” এমনকি কুড়মিদের আন্দোলন চলাকালীন কুড়মিদের চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।এরপরই দিলীপকে নিশানা করে কুড়মিদের প্রতিনিধি বলেন, কাদের চাল-ডাল পাঠিয়েছিলেন দিলীপ, তা প্রকাশ্যে বলুক দিলীপ ঘোষ। ” নাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে”।

আরও পড়ুন:“আমার দলের নেতারা কাপড় খুলে দেবে”, মুখ্যমন্ত্রীকে নিয়ে অ*শালীন মন্তব্য দিলীপের
প্রসঙ্গত, রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। লালগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। লালগড় যাওয়ার পথে বামাল এলাকায় তাঁর পথ আটকান কুড়মি সমাজের প্রতিনিধিরা। কুড়মিরা পথ আটকানোয় গাড়ি থেকে নেমে আসেন দিলীপ ঘোষ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তখনই কুড়মি সমাজের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেন,জনপ্রতিনিধি হিসাবে কুড়মিদের দাবিদাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী? সে ব্যাপারে দিলীপের থেকে বার বার প্রতিক্রিয়া চাইতে থাকেন বিক্ষোভকারীরা। কুড়মিদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও সোমবার সকালে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” খেমাশুলিতে আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।
দিলীপের এই দাবি মানতে নারাজ কুড়মি আন্দোলনের নেতৃত্বরা। সংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেছেন, “২৪ ঘন্টার মধ্যে সাংসদ তিনি যদি প্রকাশ্যে না জানান আন্দোলনের সময় তিনি কার মাধ্যমে চাল ডাল পাঠিয়েছেন  তাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

 

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...