Saturday, November 29, 2025

‘আমাদের পাশে এসে দাঁড়ান’, এই আবেদন নিয়ে স্মৃতি-নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি বিনেশদের

Date:

Share post:

গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার। এই আন্দোলন নিয়ে দেশের একাধিক মানুষ আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেও, এই বিষয়ে নীরব কেন্দ্রীয় সরকার। ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও কেন্দ্রীয় সরকার কিছু শুনছে না বলে অভিযোগ করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের আরও অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ একজন নারী হয়েও তাদের পাশে দাঁড়াননি। আর এবার এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন কুস্তিগিররা।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিররা বলেন,”২২ দিন ধরে আমরা অনশন করছি। কিন্তু বিজেপির একজন মহিলা সাংসদও আমাদের পাশে এসে দাঁড়াননি। তাই আমরা ৪৩ জন মহিলা সাংসদের কাছে ইমেল ও চিঠিতে আমাদের আবেদন জানিয়েছি। আশা করছি এ বার তাঁরা আমাদের পাশে থাকবেন।”

এরপরই  তারা আরও বলেন,” সরকার বেটি পড়াও বেটি বাঁচাও-এর কথা বলে। আমরাও তো মেয়ে। আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। তার যথেষ্ট প্রমাণ দিয়েছি। সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু সরকার অন্ধ ও বধির হয়ে রয়েছে। হতে পারে ব্রিজভূষণের ক্ষমতার জন্য সবাই চুপ করে আছে। ক্ষমতাসীন দলের মহিলা সাংসদ হিসেবে আপনাদের কাছে আমাদের আশা, আপনারা সাহায্য করবেন। দয়া করে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুন। আশা করি একটু সময় বের করে যন্তর মন্তরেও আসতে পারবেন।”

উল্লেখ, ইতিমধ্যেই আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। সংযুক্ত কিষান মোর্চাও আন্দোলনকারী কুস্থিগিরদের সমর্থনে সুর চড়িয়েছে। এছাড়াও আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াবিদরাও।

আরও পড়ুন:ম‍্যাচ জিতেও স্বস্তি নেই নাইট অধিনায়কের, জরিমানা নীতীশকে

 

spot_img

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...