Monday, January 12, 2026

এগরার বিস্ফো.রণে NIA তদন্ত হোক: বিরোধীদের কুৎসার জবাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত সাতজন। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে তিনি জানান, NIA তদন্তে তাঁর কোনও আপত্তি নেই। হতে পারে CBI তদন্তও। বিরোধীদের কুৎসার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী সব জানালেন প্রকৃত সত্যি সামনে আসুক।পাশাপাশি, মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটার পরেই এনআইএ তদন্তের দাবি জানায় বিরোধীরা। তাদের সব কুৎসার মোক্ষম জবাব দিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, NIA-CBI কোনও তদন্তেই তাঁর আপত্তি নেই। কারণ তিনি চান প্রকৃত দোষী শাস্তি পাক। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনায় তৃণমূল কোনভাবেই জড়িত নয়। মুখ্যমন্ত্রী জানান, কারখানার মালিক ভানু বাগকে বেআইনি বাজি তৈরির অপরাধে ২০২২-এ ১৯ অক্টোবর গ্রেফতার করা হয়। আদালত থেকে জামিন পেয়ে ফের ব্যবসা শুরু করেন তিনি। এগরা ওড়িশার সীমানায়। সেখানে বাজি তৈরি করে ওড়িশায় সব বাজি পাঠিয়ে দেওয়া হয়। মমতা বলেন, ওড়িশার বিভিন্ন বাজি প্রতিযোগিতাতেও অংশ নেন ভানু বাগ। এমনকী বাংলাদেশেও তাঁর বাজি যায় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। কারখানার মালিক ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে জানান তিনি। তাঁকে সেখান থেকে ধরে আনার ব্যবস্থা করা হচ্ছে। সে কারণে ওড়িশা সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানান বাংলার প্রশাসনিক প্রধান।

এরপরে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগরার খাদিকুল পঞ্চায়েত বিজেপির দখলে। এলাকায় তৃণমূলকে ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিস্ফোরণের মৃতদের মৃতদেহ লোপাট করে দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পাঁচ জন মৃত এবং সাত জন আহত হয়েছেন।

মমতা জানান, ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্তে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আর কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা আছে তাও দেখতে বলেন।
বিস্ফোরণে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা, গুরুতর আহতকে দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। স্থানীয় আইসির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়ে মমতা প্রশ্ন তোলেন, কেন আইসির কাছে খবর ছিল না? কর্তব্য গাফিলতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...