Tuesday, January 13, 2026

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বি*স্ফোরণ, মৃ*তের সংখ্যা বেড়ে ৯

Date:

Share post:

ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে বোমা তৈরির কাজ চলছিল৷ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় গোটা বাড়িটি উড়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে (East Medinipur Superintendent of Police Amarnath K) ৷ শেষ খবর পাওয়া অব্দি মৃতের সংখ্যা বেড়ে হল ৯, আহত একাধিক। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ ওরফে ভানু বাগের (Bhanu Bag)বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে এগরায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এগরার খাদিকূল গ্রামে (Khadikul village of Egra) বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ, বিস্ফোরণের পর দেখা গেল পড়ে রয়েছে শুধু বাড়ির কাঠামোটুকু। ৭ জন আহত বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দমকল। উত্তেজিত জনতাকে আটকাতে গেলে উল্টে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার নেপথ্যে কৃষ্ণপদ ওরফে ভানু বাগের হাত রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওড়িশা সীমানা লাগোয়া ওই এলাকার বেশ কিছু বাড়িতে অনেক দিন ধরেই বেআইনি বাজি কারখানা চলছিল। এর আগেই ওই কারখানায় ৬ বার বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্তকে আগে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে দাবি করেছেন, ওই বাড়িটিতে আগেও বেআইনি বাজি তৈরির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ ৷ বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়৷ তিনি জানান বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে৷

 

 

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...