Saturday, August 23, 2025

সত্যপালের স্বস্তি নেই, প্রাক্তন রাজ্যপালের ২ সহযোগীর বাড়ি এবার CBI হানা

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) সমালোচনার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির নিশানায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Singh)। পুরানো মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরই মাঝে বুধবার কাশ্মীরের(Kashmir) মোট ৯টি ঠিকানায় হানা দিল দিল সিবিআই(CBI)। যার মধ্যে দু’টি সত্যপাল মালিকের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীর ঠিকানা। এই ঘটনায় সত্যপালের অভিযোগ পুলওয়ামা(Pulwama) নিয়ে বিস্ফোরক অভিযোগ করার পর তাঁর উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার।

জানা গিয়েছে, সত্যপাল মালিকের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সুনক বালি এবং প্রাক্তন আপ্ত সহায়ক কাওয়ার সিং রানার বাড়িতে সিবিআই হানা দেয় বুধবার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মালিক। তিনি বলেন, “আমি ষড়যন্ত্র ফাঁস করলাম। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুললাম তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আমাদেরই অত্যাচার করা হচ্ছে। আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। যতদিন না ওদের সরাতে পারছি। পুলওয়ামাই ওদের শেষ করে দেবে ২০২৪ সালে ওরা কোথাও থাকবে না।”

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করেন সত্যপাল মালিক। জম্মু-কাশ্মীরের তৎকালীন প্রাক্তন রাজ্যপাল দাবি করেন, ২০১৯ সালের পুলওয়ামা হত্যাকাণ্ডের জন্য দায়ী কেন্দ্র। সিআরপিএফ(CRPF) সেসময় সেনা জওয়ানদের জন্য হেলিকপ্টার চেয়েছিল, কিন্ত স্বরাষ্ট্রমন্ত্রক তা মঞ্জুর করেনি। এমনকী খতিয়ে দেখা হয়নি জওয়ানদের যাত্রাপথের নিরাপত্তাও। ফলে গোটা ঘটনার দায় কেন্দ্রীয় সরকারের। তিনি আরও অভিযোগ করেন, কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন আম্বানির সংস্থার জীবন বিমা সংক্রান্ত ৩০০ কোটির একটি ফাইল পাশ করানোর জন্য তাঁকে চাপ দিয়েছিলেন এক RSS নেতা। সত্যপালের অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিমা দুর্নীতি মামলায় সত্যপালকে নোটিশ পাঠায় সিবিআই। একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...