Saturday, December 13, 2025

রেলের ভাড়া কমানোর দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাটোয়া-আজিমগঞ্জ রুটে রেলের ভাড়া কমানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, তিনি লেখেন, কাটোয়া-আজিমগঞ্জ (Katwa-Azimganj) রুটে রেলের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হোক। যাত্রী অ্যাসোসিয়েশনের থেকে গত ৩ তারিখ একটি আবেদন পাওয়ার পরেই এই চিঠি লিখেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রীকে চিঠিতে মমতা লেখেন, কোভিডকালে পূর্ব রেল কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ১০টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৩০ টাকা করেছিল। সেই ভাড়া এখনও চালু রয়েছে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় অত্যন্ত দরিদ্র মানুষের বাস। বেশিরভাগ লোকই দরিদ্র সীমার নীচে বসবাস করেন এবং দিনমজুরের কাজ করেন। তাঁদের পক্ষে বাড়ি ফেরা বা রোজকার যাতায়াত অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়িয়েছে বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চিঠিতে ২০০৯-১০ সালে রেলমন্ত্রী থাকার সময় যে বাজেট পেশ মমতা বন্দযোপাধ্যায় পেশ করেছিলেন তার ৬৩ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেন। সেখানে বলা আছে, দরিদ্রতম মানুষেরও সম্মানের সঙ্গে রেলযাত্রার অধিকার রয়েছে। এজন্য একটি ‘ইজ্জত’ স্কিম চালু করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা। সেই প্রকল্প ২৫ টাকায় মান্থলি টিকিট কেটে ১০০ কিলোমিটার যাত্রা করতে পারতেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, যাঁদের আয় মাসে দেড় হাজার টাকার কম। সংসদে সেই প্রকল্প পাশ হয়।

এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বর্তমানে এই প্রকল্প প্রত্যাহার করা হয়েছে। কিন্তু দরিদ্র মানুষের কথা ভেবে ভাড়া কমানোর যে দাবি যাত্রী সংগঠন বারবার পূর্ব রেলওয়ের কাছে করেছে, তার কোনও সুরাহা হয়নি। এর ফলে চরম সমস্যায় পড়েছেন গরিব যাত্রীরা। এই পরিস্থিতিতে দ্রুত আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ফের ১০ টাকা করার দাবি জানান মমতা।

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

শহরাঞ্চলেও আবাস যোজনায় গতি, দেড় লক্ষ নতুন বাড়ির প্রক্রিয়া শুরু 

রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ আরও জোরদার করল সরকার। গ্রামাঞ্চলের...

কথায়-কাজে বিস্তর ফারাক, পরিকল্পনাহীন অনুষ্ঠানে ‘ফ্লপ’ শতদ্রু

কথা রাখলেন না শতদ্রু দত্ত( Satadru dutta), অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীদের। পেলে-মারাদোনা-মার্টিনেজের পর কলকাতায় নিয়ে এলেন মেসিকেও।...

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায়...

“জয় শ্রীরাম” ধ্বনি, গেরুয়া পতাকা: যুবভারতীয় বিশৃঙ্খলার পিছনে কারা? উঠছে প্রশ্ন

জয়িতা মৌলিক ভারতের ফুটবলের মক্কায় এসেছিলেন বিশ্ব ফুটবলের (Football) রাজপুত্র। তাঁকে দেখতে ফুটবল প্রেমী বাঙালি উপচে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে...