Sunday, November 9, 2025

শনিবারে সুজয়কৃষ্ণের বাড়িতে ইডি, তল্লা.শি শহরের ১০ জায়গায়!

Date:

Share post:

আজ শনিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। একাধিক দলে ভাগ হয়ে সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। বেহালা , বিষ্ণুপুর, বিবিরহাট সহ দশ জায়গায় ইডির (ED) হানা। পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি।

এদিন সাতসকালে সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে পৌঁছে যায় ইডি। বেহালায় কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মূলত সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে পড়েছেন তিনি। পাশাপাশি এদিন সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসেও চলে জোর তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গাতেও ইডি-র হানা।

তবে দিনের শেষে তল্লাশি চালিয়ে আপাতত কিছুই হাতে পাননি ইডি আধিকারিকরা। এদিন ১৬ জায়গায় দিনভর তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে খবর, নামে বেনামে ১২ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে। এরপরই ইডির দাবি বেনামে এত সম্পত্তির টাকা এল কোথা থেকে? তবে দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে তলাশি অভিযান। পাশাপাশি সুজয় কৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে কেমন যোগাযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুরে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম প্রথমবার উঠে আসে। এরপর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সম্প্রতি সিবিআই (CBI) তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। সুজয় জানিয়েছিলেন চিকিৎসাজনিত কারণে সেই টাকা বাড়িতে রাখতে হয়েছিল। এছাড়া তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ শনিবার সকাল থেকেই ফের সুজয়কৃষ্ণের বাড়িতে ইডি (ED) অফিসারদের ১০-১২ জনের দল তল্লাশি শুরু করেছে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি হানা দিয়েছি বলে খবর মিলেছে।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...