Thursday, November 13, 2025

পানীয় জল নিয়ে লাগাতার স.মস্যার জের! পাইপলাইন খুঁড়তেই চোখ কপালে পুর কর্মীদের

Date:

Share post:

পানীয় জল (Drinking Water) নিয়ে সমস্যা অনেকদিনের। দীর্ঘদিন হয়ে গেলেও কেন এমন জল আসছে তা বুঝে উঠতে পারছিলেন না স্থানীয়রা। আর সেই কারণ অনুসন্ধান করতে গিয়েই এক ভয়াবহ ঘটনা সামনে এল। যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পানীয় জলের পাইপলাইন (Pipeline) দিয়ে ঘোলা এবং গন্ধযুক্ত জল পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। পরে বাধ্য হয়েই সেই জল শহরের ৪ হাজার মানুষ বিগত চার দিন ধরে পান করেছিলেন। এরপরই আচমকা জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার জেরে আরও সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। আর সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে পুরসভার কর্মীরা কাজে হাত লাগাতে গেলে এক ভয়াবহ ঘটনা সামনে এল। আর বিষয়টিকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মোদিরাজ্য গুজরাটের (Gujrat) পাটনের সিদ্ধাপুর শহরে।

স্থানীয় সূত্রে খবর, জল সরবারহ বন্ধ হয়ে যাওয়া এবং নোংরা জল কেন সরবরাহ করা হচ্ছে, এই অভিযোগ তুলে পুরসভার দ্বারস্থ হন স্থানীয়রা। তবে পুরসভাও এরপরই ধন্দে পড়ে যায়। কারণ জল সরবরাহ নিয়ে এর আগে কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু আচমকা অভিযোগ জমা পড়ায় তৎপর হয় পুরসভা। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। এরপরই পুরকর্মীরা দেখেন পাইপের এক জায়গা থেকে জল লিক করছে। এরপরই পাইপলাইন খোঁড়াখুড়ির কাজ শুরু করেন পুরকর্মীরা। তবে গত সোমবার মেরামতির কাজ করার সময় পাইপলাইন খুঁড়তেই চমকে ওঠেন পুরকর্মীরা। তাঁরা দেখেন, এক মহিলার (Women) টুকরো করা দেহ পাইপলাইনে আটকে রয়েছে। তাঁর ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। তবে প্রথমে দুটি হাত এবং কোমর থেকে পা পর্যন্ত টুকরো মেলে ওই মহিলার। বাকি অঙ্গের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মহিলার টুকরো করা দেহ মেলার খবর চাউর হতেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সোমবার সারা দিন কেটে গেলেও খুঁজ পাওয়া যায়নি মহিলার মাথা। পরে মঙ্গলবারও ফের পাইপলাইন খতিয়ে দেখেন পুরকর্মীরা। তখন তাঁরা অন্য একটি এলাকায় মহিলার মাথা এবং দেহের বাকি অংশ খুঁজে পান। জানা গিয়েছে, মহিলাটির পুরো দেহ পচে গিয়েছিল। আর ওই দেহ পাইপলাইনের ভিতরে থাকা অবস্থাতেই জল সরবরাহ করা হয়। আর সেই জল বেশ কয়েক দিন ধরেই পান করেছিলেন বাসিন্দারা। এদিকে পাইপলাইন থেকে দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শহরেরই এক এলাকা থেকে গত সপ্তাহেই এক তরুণী নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মহিলার নাম লাভিনা হরওয়ানি। তবে কীভাবে তাঁর দেহ পাইপলাইনে গেল তা নিয়ে বাড়ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...