Sunday, January 11, 2026

রাজীব গান্ধীর মৃ.ত্যুবার্ষিকীতে আবেগঘন মমতা-অভিষেক

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৩২ তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার দিল্লির ‘বীর ভূমি’-তে বাবার স্মৃতি সৌধে সম্মান জানান ছেলে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মেয়ে তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতানৈক্য হলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে স্মরণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী ও অভিষেক। পাশাপাশি এদিন সকালে দিল্লিতে রাজীব স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজীব পত্নী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

উল্লেখ্য, ১৯৮৪ সালে দেহরক্ষীদের গুলিতেই প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। তাঁর মৃত্যুর পরই কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব। সবচেয়ে কম বয়সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণ করেন তিনি। সেই সময় রাজীব গান্ধীর বয়স ছিল মাত্র ৪০ বছর। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন ছিলেন রাজীব গান্ধী। তাঁর নেতৃত্বে ওই বছরের নির্বাচনে রেকর্ড পরিমাণ আসন জেতেছিল কংগ্রেস।

অন্যদিকে, রাজীব গান্ধীর সঙ্গে বরাবরই হৃদ্যতার সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে বোনের মতই দেখতেন রাজীব। এরপরই মমতাকে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছিলেন, পাশাপাশি তাঁর হাতে তুলে দেন বহু গুরুদায়িত্বও। তবে সময় যত গড়িয়েছে কালের নিরিখে কিছুটা হলেও দু’দলের মধ্যে দূরত্ব বেড়েছে। তবুও পুরনো সম্পর্ককে ভুলে যাননি মমতা। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও রাজীব গান্ধীর প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর যে শ্রদ্ধা তা এদিন ফের একবার চোখে পড়ল।

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...