Monday, November 10, 2025

শুরুতেই বিপর্যয়! সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

রবিবার পুরী থেকে হাওড়া ফেরার পথে ওড়িশায় ঝড়ের মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বহু ক্ষতি হয় ট্রেনটির। তাই সোমবার বাতিল করা হয়েছে হাওড়া-পুরী শাখায় বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ, পুরী যাওয়ার জন্য সোমবার চলবে না এই গতিশীল ট্রেন।

আরও পড়ুন:ফের দুর্ঘটনা, জাজপুরে চার ঘণ্টা ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ঝড়বৃষ্টিতে ট্রেনের যা ক্ষতি হয়েছে, তা সারাতেই সোমবার বন্দে ভারত বাতিল করা হয়েছে। তবে, যে সব যাত্রীর টিকিট কনফার্মড ছিল, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। যাত্রা শুরুর কিছু সময় পর ওড়িশায় ঝড়বৃষ্টি শুরু হয়। কটক-ভদ্রক শাখায় ঝড়বৃষ্টিতে গাছের ডাল পড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এর পরই থমকে যায় ট্রেনটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনটি। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এর জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দীর্ঘ ক্ষণ ধরে ট্রেনের কামরায় অন্ধকারে থাকতে হয় যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা ৫ মিনিটে ডিজেল চালিত একটি ইঞ্জিন এনে বন্দে ভারতকে হাওড়ার উদ্দেশে রওনা করানোর ব্যবস্থা করা হয়। রাত ৮টা ২০ মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
গত বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে ওড়িশায় এই বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শনিবার থেকে যাত্রী সাধারণের জন্য চালু হয়েছে এই ট্রেনটি। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপত্তির মুখে পড়ল বন্দে ভারত।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...