Thursday, November 13, 2025

রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে UPSC-তে সফল ৭ পড়ুয়া, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা UPSC-তে সাফল্যের পথ খুলে দিতে রাজ্যের পড়ুয়াদের জন্য কোচিং সেন্টার গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। বুধবার UPSC-এর ফল প্রকাশের পর দেখা গেল এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে ৭ পড়ুয়া। এই খবর প্রকাশ্যে আসার পর খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন টুইট করে সফল পড়ুয়াদের অভিনন্দন জানালেন তিনি।

রাজ্য সরকারে উদ্যোগে বাংলার পড়ুয়াদের জন্য তৈরি প্রশিক্ষণ কেন্দ্রের এমন নজির গড়া সাফল্যের খবর প্রকাশ্যে আসার পর টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত গর্বিত রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে ৭ পড়ুয়া UPSC ২০২২ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি সেই সকল যুবক, যুবতী ও তাঁদের পরিবারকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাই।” পাশাপাশি মুখ্যমন্ত্রী লেখেন, “আমি গর্বিত যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আমি গর্বিত যে আমাদের প্রশিক্ষণার্থীরা এখন পশ্চিমবঙ্গের সফল সিভিল সার্ভিস পরীক্ষায় অপ্রতিরোধ্য অংশ গঠন করে। গর্বিত যে আমরা প্রায় দুই বছর আগে সর্বভারতীয় স্তরে চাকরির পরীক্ষায় রাজ্যের পরীক্ষার্থীদের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা এত শীঘ্র সাফল্য এনে দিয়েছে। বাংলার যুব সম্প্রদায়, এগিয়ে যাও!”

উল্লেখ্য, মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ইউপিএসসি ২০২২ সালের ফলাফল। যেখানে দেখা গিয়েছে ৯৩৩ জন এবার সফল হয়েছেন এই পরীক্ষায়। তার মধ্যে রয়েছেন বাংলার ৭ জন। এরা সকলেই রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা থেকে মোট ১৫ জন এবার ইউপিএসসির অন্তিম ধাপ পার্সোনালিটি টেস্টে পৌঁছন। সেখান থেকে সফল হন ৭ জন। যারা হলেন, চৈতন্য ক্ষেমানি, ঈশান সিং, আকাঙ্খা ঝা, মহম্মদ বুরহান জামান, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সৌরভ দাস।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...