জেলা সভাপতিরা পদস্থ নেতাদের পাত্তাই দেন না, অনুপমের মন্তব্যে বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল

Date:

Share post:

গোষ্ঠীকোন্দল লেগেই আছে বঙ্গ বিজেপিতে।বিবৃতি পাল্টা বিবৃতিতে সেই কোন্দল মাঝে মধ্যেই বেআব্রু হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ফের দলের বিরুদ্ধেই সরব বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।এবার তার অভিযোগ, অধিকাংশ জেলা বা মণ্ডল সভাপতিরা দলের পদস্থ কর্তাদের কোনও পাত্তা দেন না।যখন তারা পদে থাকেন তখন এই ঔদ্ধত্য তাদের নিত্যসঙ্গী। কিন্তু পদ হারানোর পরই স্বভাব বদলে ফেলেন। তখন দলের পদাধিকারিদের সুনজরে থাকার চেষ্টা করেন।

অনুপম হাজরা যা বলেছেন, তাকে সমর্থন করছেন অধিকাংশ বিজেপি নেতাই।আসলে একুশের নির্বাচনের ফল বের হওয়ার পরেই বঙ্গ বিজেপির অন্দরে কোন্দল স্পষ্ট হয়ে যায়। বিজেপির একাংশে অভিযোগ করেছেন, নিচুতলার নেতাদের উপর নিয়ন্ত্রণ নেই দলের শীর্ষ নেতাদের। ফলে মণ্ডল সভাপতি, জেলা সভাপতিরা অনেক ক্ষেত্রেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে পাত্তা দেয় না। আবার একাংশের অভিযোগ, দলের উপরের স্তরের গোষ্ঠী কোন্দলের প্রভাব পড়ছে নিচুতলায়।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির সর্বভারতীয় সম্পাদক লিখেছেন, আমাদের দলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে।বেশিরভাগ জেলা বা মণ্ডল সভাপতিরা, পদে থাকাকালীন প্রচুর হম্বিতম্বি করেন। এমন হাবভাব ‘কার্যকর্তাদের সহজে পাত্তা দেব না’।কিন্তু ‘প্রাক্তন’ হওয়া মাত্রই একটা অমায়িক মিষ্টি মানুষে পরিণত হন, যেন যে কোনও কার্যকর্তাকে সামনে পেলেই ভালবেসে জড়িয়ে ধরবেন।

এরই পাশাপাশি তিনি লিখেছেন, নিজের অভিজ্ঞতা থেকে বললাম। জানি না অবশ্য আপনার অভিজ্ঞতা আবার কী? অনুপম হাজরার এই মন্তব্য ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।অনুপমের এই মন্তব্যকে আদৌ ড্যামেজ কন্ট্রোল করতে পারবে বিজেপির নব্য নেতারা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...