Friday, August 22, 2025

ইগো ঝেড়ে ফেলুন: শালবনির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের, জনসংযোগ যাত্রায় জনপ্লাবন

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের ইগো ঝেড়ে ফেলে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, এই জেলায় দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগোর লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।

শালবনির ক্যাম্পে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে দুপুর ২ টোয় একান্তে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি অঞ্চল ধরে ধরে কী করতে হবে তার পরামর্শ দেন তিনি। এছাড়া কয়েকটি বিষয় নির্দিষ্ট ভাবে উল্লেখ করে ভবিষ্যতে তা শুধরে চলার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, “দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগো লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।” সেই সঙ্গে অজিত মাইতি, দীনেন রায়, মানস ভুঁইয়া, জেলা সভাপতি সুজয়কে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেন। নারায়ণগড়, খড়গপুর, মোহনপুর, দাঁতন, শালবনি, মোহনপুর ব্লকে সংগঠনে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। চন্দ্রকোণা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- বীরবাহাকে হেনস্থা! ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী যৌথ মঞ্চের, রাজেশ-সহ ধৃতরা হেফাজতেই

রবিবার শালবনিতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নদীর ধারে ৫০ টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে শুনে তাদের সঙ্গেও দেখা করেন তিনি। আইন অনুযায়ী, ব্যবস্থার আশ্বাস দেন। বাংলার অন্যান্য প্রান্তের মতেই এদিন অভিষেকের রোড শো-তেও জনপ্লাবন। তাঁকে একঝলক দেখার জন্য রাস্তার দুধারে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা।

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...