Tuesday, November 4, 2025

সোমবার রিজার্ভ ডে-তে IPL ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ‍্যাম্পিয়ন?

Date:

Share post:

বৃষ্টির জন‍্য রবিবার বাতিল হয়ে যায় আইপিএল-এর ফাইনাল। সন্ধ্যা সাতটায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য তা হয়নি। রাত ১১ অবধিও বৃষ্টি হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। সোমবার রিজার্ভ ডে-তে হবে সেই ম্যাচ। তবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আহমেদাবাদে বৃষ্টি হবে। তবে স্বস্তির খবর, সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও সোমবার সকালে আহমেদাবাদে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আবহাবিদদের আশ্বাস দিনের দ্বিতীয় অংশে মেঘ মুক্ত হতে শুরু করবে আকাশ। পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল শুরুর সময় অর্থাৎ সন্ধ্যা ৭.৩০ মিনিটে আকাশের ৫০ শতাংশ মেঘে ঢাকা থাকতে পারে। সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কম। রাত বাড়ার সঙ্গে মেঘমুক্ত হবে আমদাবাদ। উন্নতি হবে আবহাওয়ার।

এবার দেখে নেওয়া যাক বৃষ্টির বাঁধা হয়ে দাঁড়ালে কখন ম্যাচ শুরু হলে, কত ওভারের ম্যাচ হবে। যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়, তা হলে দু’দলই ২০ ওভার করে ম্যাচ খেলা হবে। অর্থাৎ, কোনও ওভার নষ্ট হবে না। যদি ৯.৪৫ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলের মধ্যে ১৯ ওভারের ম্যাচ হবে। মাত্র ১ ওভার করে কমবে। যদি ১০.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলই ১৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ৩০ ওভারের খেলা হবে। সেক্ষেত্রে ১০ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.০০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলের মধ্যে ১২ ওভারের ম্যাচ হবে। যদি রাত ১১.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলই ৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ১৮ ওভারের খেলা হবে। ২২ ওভারের খেলা নষ্ট হবে। যদি রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়, তা হলে দু’দল ৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ১০ ওভারের খেলা হবে।

আর যদি রবিবারের মতন সোমবারও ম্যাচ না হয়, তাহলে নিয়ম অনুসারে, কোনওভাবে ম্যাচে একটাও বল না হলে, লিগ পর্বে যারা এগিয়ে ছিল তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে দেখতে গেলে আবারও চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কারণ লিগ পর্বে ১০টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮ ম্যাচে ৮টি জয় সহ মোট ১৭ পয়েন্ট ছিল চেন্নাইয়ের ঝুলিতে।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল রবিবারের আইপিএলের ফাইনাল, ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে


 

spot_img

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...