Monday, May 5, 2025

দিল্লির আঁ.চ এবার কলকাতায়! কুস্তিগিরদের হে.নস্থার প্রতিবাদে পথে SUCI-DYFI

Date:

Share post:

দিল্লির (Delhi) রাজপথে কুস্তিগিরদের (Wrestlers) হেনস্থার প্রতিবাদ। ঘটনার আঁচ ছড়িয়ে পড়ল শহর কলকাতাতেও (Kolkata)। সোমবার দুপুরে যেমন এসইউসিআইয়ের (SUCI) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। এদিন দুপুরে রাজভবন অভিযান করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা। আর এই অভিযানকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশি বাধা সত্ত্বেও জোর করে রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এসইউসিআই কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এদিন শুধু এসইউসিআই নয় কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে এদিন পথে নামে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।

এদিন বিকেলে মৌলালি মোড় থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত ডিওয়াইএফআই-এর মিছিল হয়। কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দাবি জানান হয়, রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhushan Sharan Sungh) বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দলনে নামবে। পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও একই ইস্যুতে পথে নামেন ডিওয়াইএফআই-এর সমর্থকরা।

উল্লেখ্য, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরেরা। রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবারই ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েতের’ ডাক দিয়েছিলেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। তাঁদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তার পরেই তুলকালাম কাণ্ড ঘটে। মূলত, রাজ্যপালকে যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়োগ করে, সেকারণেই এদিন রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসইউসিআই।

 

 

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...