Friday, August 22, 2025

ব্যাখ্যা সন্তোষজনক না হলে ক.ড়া পদক্ষেপ! ফের আদালতের তীব্র ভ.র্ৎসনার মুখে CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh) বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছে সিবিআই (CBI)। কিন্তু সেই চার্জশিটেই বড়সড় ‘ভুল’৷ আর সেকারণেই আলিপুর আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এদিন তদন্তকারী সংস্থার থেকে জবাব তলব করলেন আলিপুর আদালতের বিচারক।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের অভিযুক্ত হিসাবে না দেখিয়ে সাক্ষী হিসাবে দেখানো হয় চার্জশিটে. তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি বিচারক। আদালতের নির্দেশের পরও কেন এমন করল সিবিআই, সেটাই জানতে চান তিনি। এরপরই বিচারক নির্দেশ দেন সিবিআই-র তদন্তকারী অফিসারকে আগামী ২ জুন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রিপোর্ট জমা করতে হবে। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারক। তিনি বলেন, যদি তদন্তকারী অফিসারের ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে নির্দিষ্ট পদক্ষেপ নেব।

পাশাপাশি মঙ্গলবারই বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনারা যা করছেন, তাতে ভবিষ্যতে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই সেটা এড়াতে যা করার প্রয়োজন সেটাই করুন।’ এদিন বিচারক আরও বলেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে ৷ আর যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতেই এই মামলার তদন্ত চলছে সেকারণেই হাই কোর্টকেও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। পাশাপাশি আদালতের নির্দেশের কপি সিবিআইয়ের ডিরেক্টর (CBI Director) ও ডিআইজিকে (DIG) পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...