Monday, August 25, 2025

তৃণমূলের নবজোয়ারে আজ ২০কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে অভিষেক

Date:

Share post:

শিয়রে পঞ্চায়েত। নির্বাচন। কাকে প্রার্থী চান সাধারণ মানুষ? এবার কোনও দাদা-দিদি ধরে ঘাসফুল প্রতীকে প্রার্থী হওয়া যাবে না, মানুষ তাঁদের প্রার্থী নিজেরাই নির্বাচিত করবে। সেই প্রার্থীকে ত্রিস্তর পঞ্চায়েতে টিকিট দেবে তৃণমূল। আর সবাইকে একজোট হয়ে দলের প্রার্থীকে জেতাতে হবে। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হওয়া দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রায় ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নজরে নন্দীগ্রাম।

আরও পড়ুন:কুস্তিগিরদের অভি*যোগকে পাত্তা না দিয়ে পাল্টা হু*মকি ব্রিজভূষণের

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে নন্দীগ্রাম যাচ্ছেনঅভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর দু’টোয় চন্ডিপুর ক্রিকেট গ্রাউন্ডের অস্থায়ী ক্যাম্প থেকে ২০ কিমি পথ হেঁটে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে শেষ হবে পৌঁছবেন অভিষেক। সঙ্গে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। পা মেলাবেন সাধারণ মানুষও। নন্দীগ্রামে শহিদ পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক।
দু’কিলোমিটার অন্তর অন্তর অভিষেক পদযাত্রার মধ্যে জনসংযোগ সারবেন। ধর্মীয় স্থান পরিদর্শন, স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, চা খাওয়ার পর্ব সবটাই থাকছে এই পদযাত্রার মধ্যে। আজ, নবজোয়ার কর্মসূচির ৩৬ তম দিন, তবে এই প্রথম সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন অভিষেক। যা রাজনীতিভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাম জমানার শেষের দিকে হোক কিংবা তৃণমূলের শাসনকাল, নন্দীগ্রাম শেষ দেড়দশকে বঙ্গ রাজনীতির সবচেয়ে আলোচিত একটি নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ও বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে অনেকটাই জুড়ে রয়েছে এই নন্দীগ্রাম। বাম জমানায় নন্দীগ্রাম জমি আন্দোলন তৃণমূল নেত্রীর রাজনৈতিক জীবনে একটি মাইলস্টোন। মনে করা হয়, ৩৪ বছরের বাম অপশাসনের শেষের শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম জমি আন্দোলনের জন্যই রাজ্যে রাজনৈতিক পালাবদল সম্ভব হয়েছিল। সেই নন্দীগ্রামেই এবার পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...