Sunday, August 24, 2025

কর্নাটকের দেখানো পথেই মানুষের মন জয়ের চেষ্টা! ভোটের আগেই বড় ঘোষণা গেহলটের

Date:

Share post:

ভোটের মুখে বড় ঘোষণা। এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল গেহলট সরকার। কর্নাটকের দেখানো পথেই এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা (Free Electric Service) দেওয়ার কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। জানা গিয়েছে, বিদ্যুতের বিল দিতে গরিব মানুষদের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। এবার সেই কথা মাথায় রেখেই গরিব ও মধ্যবিত্ত পরিবারের প্রতি সহানুভূতিশীল গেহলট বিদ্যুৎ পরিষেবার বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করেন, রাজ্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ত্রাণ শিবিরের পর্যবেক্ষণ এবং জনসাধারণের সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে, বিদ্যুৎ বিলের স্ল্যাব-ভিত্তিক ছাড়ে সামান্য পরিবর্তন করা উচিত। মে মাসের বিদ্যুৎ বিলের জ্বালানি সারচার্জ নিয়েও জনগণ নিজেদের মতামত জানিয়েছেন। যার ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল শূন্য আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তাদের কোনও বিল পরিশোধ করতে হবে না। পাশাপাশি যেসব পরিবার প্রতি মাসে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে   তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যতই বিল আসুক না কেনও প্রথম ১০০ ইউনিটের জন্য তাদের কোনও বিদ্যুতের বিল দিতে হবে না।

 

পাশাপাশি যেসব গ্রাহক প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে এবং ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য সব চার্জ মুকুব করা হবে। সম্প্রতি রাজস্থানের কংগ্রেস সরকার, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করেছে। উল্লেখ্য, বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষিত বেকারদের ভাতা, মৎসজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস। উল্লেখ্য, চলতি বছরেই বিধানসভা নির্বাচন (Assembly Election Rajasthan) রয়েছে রাজস্থানে। ঠিক তার আগেই রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে কিনা, তা সময় বলবে।

 

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...