Wednesday, December 24, 2025

এবার বাড়ি বসেই মিলবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক

Date:

Share post:

এ বার বাড়ি বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক। নতুন পরিষেবা শুরু করল রাজ্য পরিবহন দফতর। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেলতলা মোটর ভেহিকলসের দফতরে এই পরিষেবার উদ্বোধন করবেন তিনি। বলেন, ভারতে এই প্রথম এমন পরিষেবা চালু করা হল।সব তথ্য কার্ডের মধ্যে থাকবে। এক লহমায় গাড়ির মালিকের সব তথ্য মিলবে। জালাতেও খুব শীঘ্র এই পরিষেবা পাওয়া যাবে।

পরিবহন দফতর জানিয়েছে, নতুন এই পরিষেবায় দেওয়া হবে দুটি স্মার্ট কার্ড। দুটি স্মার্ট কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু ব… ব্লু বুক দেওয়া হবে। তার জন্য দিতে হবে অতিরিক্ত ৪০০ টাকা। অর্থাৎ প্রতি স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে। এমনিতে গাড়ির ড্রাইভিং লাই… লাইসেন্স পেতে গেলে ৩৪০ টাকা খরচ করতে হয়। কিন্তু নতুন দুটি স্মার্ট কার্ড পরিষেবার জন্য বাড়তি ৪০০ টাকা করে খরচ করতে হবে।

তবে, স্মার্ট কার্ডের পাওয়ার জন্য আরটিও অফিসে যেতে হবে না। লাইসেন্স পাওয়ার টেস্ট দেওয়ার দু’দিনের মধ্যেই স্পিড পোস্ট মারফত বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্লু বুক। আপাতত কলকাতায় বেলতলা এবং কসবা থেকে এই পরিষেবা মিললেও সপ্তাহখানেকের মধ্যে রাজ্যের সব আরটিও থেকে নয়া পরিষেবা শুরু হয়ে যাবে। যারা বর্তমানে কাগজের লাইসেন্স ব্যবহার করছেন তাঁরাও আবেদন করলে এই স্মার্ট কার্ড পাবেন। নতুন গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের পেপার প্রিন্টিং পাবেন। আর পরে তাঁর বাড়িতে পৌঁছে যাবে লাইসেন্স এবং ব্লু বুক।

নতুন ড্রাইভিং লাইসেন্স এবং ব্লু বুক স্মার্ট কার্ডে থাকবে কিউআর কোড।সেই কিউআর কোডের মাধ্যমেই গাড়ি এবং গাড়িচালকের যাবতীয় তথ্য সহজেই হাতে পাওয়া যাবে।এছাড়াও কার্ডে থাকছে একটি চিপ, সেই চিপেও গাড়ি এবং গাড়ির চালক সংক্রান্ত অনেক তথ্যই রাখা হবে।থাকবে রাজ্য সরকারের ওয়াটার মার্কও।

spot_img

Related articles

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর...