Sunday, August 24, 2025

নবজোয়ার যাত্রায় আজও পূর্ব মেদিনীপুরে অভিষেক

Date:

Share post:

বৃহস্পতিবার নন্দীগ্রামে (Nandigram) ‘ট্রেলার’ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নবজোয়ার যাত্রায় যে জনজোয়ারের ছবি ধরা পড়েছিল উত্তরে , সেই একই ছবির প্রতিফলন এখন নন্দীগ্রামেও। আর সেখানে দাঁড়িয়েই নাম না করে ‘গদ্দারদের’ সঠিক জবাব দেওয়ার হুংকার অভিষেকের (Abhishek Banerjee)। “যদি দম থাকে, ২০ কিমি রাস্তায় মিছিল করে দেখাও৷ রাতের বেলা জনগণ নিয়ে মিটিং করো”- অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পরই কিছুটা ভয় পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী ১৬ জুন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) মিছিল করার কথা ভাবছেন বলে জানা যাচ্ছে। কিন্তু জনজোয়ারকে টেক্কা দেবার মত ক্ষমতা কি আদৌ বিজেপির আছে, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। এইসব মাঝেই পূর্ব মেদিনীপুরে আজ একাধিক রোড শো (Road Show) এবং মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর আজ শুক্রবার নন্দকুমারে রোড শো অভিষেকের। ময়নার মল্লিক মোড়েও পদযাত্রা করবেন তিনি। এরপর কোলাঘাট কেটিপিপি ফুটবল ময়দানে অধিবেশন করে সেখানেই রাত্রিবাস করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল অভিষেক বলেন, “আজ ট্রেলার দেখালাম৷ তিন মাস পরে নন্দীগ্রামে বাকি সিনেমা দেখাব৷ অনেক ইডি, সিবিআই দেখিয়ে আমায় ভয় দেখিয়েছো৷ আজ ট্রেলার দেখালাম, বাকি সিনেমা বাকি হ্যায়৷ তিন মাস পরে দেখাব৷ এদের বিদায় দিন৷ এই বছরে ৫ রাজ্যে ভোট আছে৷ এদের শেষের শুরু হয়ে গেছে। ৫ রাজ্যেই হারবে। আমরা বাংলায় খুঁটি পুজো করেছি, দিল্লিতে এবার শুধু বিসর্জন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় নন্দীগ্রামে যেভাবে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ তাতে বিরোধী দলনেতার কপালে চিন্তার ভাঁজ। যেভাবেই হোক তৃণমূলের সামনে নিজের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু। যদিও নন্দীগ্রামের মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে যে তাঁদের আশা ভরসা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। আজ নন্দকুমারে অভিষেককে দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...