Monday, November 10, 2025

করমণ্ডল দুর্ঘ.টনায় একগুচ্ছ পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় (Coromandel Express derailed) বিপর্যস্তদের পাশে সবার আগে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বাংলার সরকারের তরফ থেকে তড়িঘড়ি একগুচ্ছ পদক্ষেপ করা হয়।বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠায় পশ্চিমবঙ্গ সরকার(Government of West Bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ওড়িশা সরকার (Odisha Government) এবং ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে যোগাযোগ করে সারা রাত ধরে প্রতিমুহূর্তের আপডেট নিয়েছেন। আজ আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারে ঘটনাস্থলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেই মনে করা হচ্ছে।

পানপানা-বাহানগা স্টেশনের মাঝে শুক্রবার সন্ধ্যায় লাইনচ্যুত শালিমার- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। কোনওমতে রক্ষা পেয়েছে ৩ বগি! হাওড়া থেকে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিপাকে যাত্রীরা। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বালেশ্বরে রাজ্যের প্রতিনিধি দল। গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী টুইটেই জানিয়ে ছিলেন যে ওড়িশা সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত ভাবে এই বিষয়ে যোগাযোগ রাখছেন। কীভাবে এই দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন বিরোধীরা। একই স্টেশনে বেলাইন ৩ ট্রেন, দশকের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...