রাহুল বিদেশে, থাকবেন না খাড়গে-স্টালিন, ১২ জুন পাটনায় বিরোধী বৈঠক স্থগিত

চব্বিশের লোকসভা ভোটে দিল্লির মসনদ থেকে নরেন্ড মোদি সরকারকে উৎখাত করতে একছাতার তলায় আসার চেষ্টা কংগ্রেস সহ অবিজেপি দলগুলির। কর্ণাটকে দুরন্ত ফলাফল বিরোধী ঐক্যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পাটনা থেকেই বিরোধী জোটের চাকা গড়ানোর কাজটা শুরু করার জন্য ১২ জুন পাটনায় একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠক আপাতত স্থগিত।

আরও পড়ুন:দুর্ঘ*টনার দু’দিন পার! বালেশ্বর লাইনে গড়াল ট্রেনের চাকা

জানা গিয়েছে, কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী সহ একগুচ্ছ বিরোধী দলের নেতারা ওইদিন উপস্থিত থাকতে পারছিলেন না। সেই কারণেই ১২তারিখের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন বিদেশে। চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধীও।

সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গে এবং এম কে স্টালিনও সেদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
তাই পরিবর্তে ঠিক করা হয়েছে অন্য একটি দিন, যেদিন উপস্থিত থাকতে পারবেন সকলেই। জানা যাচ্ছে, ১২ জুনের পরিবর্তে ওই বৈঠক আরও বড় করে বসবে ২৩ জুন।