চির ঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’,অভিনেতা গুফি পেন্টাল

প্রয়াত রঙিন পর্দার ‘শকুনি মামা’ ওরফে জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বি আর চোপড়ার মহাভারতের ‘শকুনি মামা’-র চরিত্র তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিপাড়া। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে হ্যারি পেন্টাল।

আরও পড়ুন:রাহুল বিদেশে, থাকবেন না খাড়গে-স্টালিন, ১২ জুন পাটনায় বিরোধী বৈঠক স্থগিত


বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন তিনি।দুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করার খবর প্রকাশ্যে আসে।৩১ মে হাসপাতালে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে।তারপর আর শেষরক্ষা হল না। আজ, ৫ জুন চির ঘুমের দেশে পাড়ি দেন জনপ্রিয় অভিনেতা।
প্রসঙ্গত, আটের দশকে অভিনয় জগতে পা রাখেন গুফি। পরপর বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেন । তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্র তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।