Thursday, January 15, 2026

হাওড়ায় CPM-র মিছিলে সবুজ সংকেত! শর্তসাপেক্ষে অনুমতি দিল হাই কোর্ট

Date:

Share post:

প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে। আর সেকারণেই সিপিএমকে (CPIM) হাওড়ায় (Howrah) মিছিলের অনুমতি দিয়ে এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এর আগে বামেদের সম্প্রীতি মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাওড়া জেলা বামফ্রন্ট। এদিনই হাওড়ায় মিছিল করবে সিপিএম। তবে এই মিছিলের (Rally) জন্য আদালতের তরফে একগুচ্ছ শর্তও (Condition) দেওয়া হয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল চারটে থেকে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সিপিএম। তবে মিছিলের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি। বিচারপতি মান্থা এদিন সাফ জানান, চওড়া বস্তি, মল্লিকফটক, ফজির বাজার, কাজিপাড়ার মতো বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা দিয়ে সিপিএমের সম্প্রীতি মিছিল যাওয়ার কথা। তাই সেখান দিয়ে মিছিল যাওয়ার সময় ভাবনাচিন্তা করে স্লোগান দিতে হবে। পাশাপাশি মিছিল থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না। এছাড়াও মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করার অনুমতি দিয়েছে হাই কোর্ট।

হাওড়া সিপিএমের তরফে জানানো হয়েছে, হাওড়া কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল ১৮ মে। পাশাপাশি সভার জন্যও আবেদন করা হয়। তবে পুলিশের তরফে গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। তবে এদিন আদালতে রাজ্যের আইনজীবী বলেন, বেশ কিছু স্পর্শকাতর এলাকা দিয়ে মিছিল যাওয়ার কথা। পুলিশের তরফে সেই এলাকার বাইরে মিছিল করার আবেদন করা হয়েছে কারণ মিছিল থেকে কোনও ইন্ধন না দেওয়া হলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল করার আশঙ্কা করা হয় রাজ্যের তরফে।

তবে পুলিশের তরফে আগেভাগেই জানানো হয়, স্পর্শকাতর এলাকায় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। আর এরপরই হাই কোর্টের দ্বারস্থ হয় হাওড়ার সিপিএম নেতৃত্ব। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

 

 

spot_img

Related articles

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...