Sunday, May 11, 2025

চেনা রুটে বুধেই ছুটবে করমণ্ডল এক্সপ্রেস!

Date:

Share post:

শুক্রবারের দুর্ঘটনার পর থেকে আতঙ্কে দক্ষিণ ভারতীয় রুটের (South Indian Route)রেল পরিষেবা। ২৩ সেকেন্ডের ধাক্কায় চিরঘুমের দেশে প্রায় ৩০০ যাত্রী। আহত ১০০০- এর বেশি। মৃত্যু নিয়ে রাজনীতির পাশাপাশি রেল পরিষেবার (Rail Service)দিকে উঠেছে বড় প্রশ্ন। যাত্রী সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ রেল, সেই লজ্জা ঢাকতে এবার CBI তদন্তের নামে অন্তর্ঘাতের তত্ত্ব তুলে আনতে মরিয়া রেল এবং রেলমন্ত্রী (Railway Minister)। এর মাঝেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা শোনাল ভারতীয় রেল (Indian rail)। শুক্রবার রাতের ওই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষে শনিবার রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন রেলকর্মীরা। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় বলে রেলবোর্ড সূত্রে খবর। এরপর রাত ১১টা ৩৯ মিনিটে একটি মালগাড়ি যায় ওই রুটে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) উপস্থিতিতে আপ লাইনে রাত ১২টা বেজে ৫ মিনিটে প্রথম ট্রেনটি চালানো হয়। এবার রেলের তরফে জানানো হল যে আগামী বুধবার থেকেই চেনা রুটে চলবে করমণ্ডল এক্সপ্রেস (Coromendal Express)।

ইতিমধ্যেই ওই রুটে বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express) চলছে। সোমবার থেকে ফলকনামা এক্সপ্রেসের (Falaknama Express) যাত্রাও শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন ছিল অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস (Coromendal Express)কবে আবার ছন্দে ফিরবে? দুর্ঘটনার পাঁচ দিন পর, বুধবার বিকেল সওয়া ৩টে নাগাদ আবারও শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী (Aditya Chowdhury)এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার বিকেল ৩টে ২০ মিনিটে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল। দুর্ঘটনাগ্রস্ত বাহানগা বাজার স্টেশনের উপর দিয়ে সোজা চলে যাবে গন্তব্যের দিকে। তবে দুর্ঘটনাস্থলে ঠিক কতটা গতি থাকবে ট্রেনের সেটা স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

‘অপারেশন সিন্দুর’-এর অস্ত্র ব্রহ্মস! ইউনিট উদ্বোধনে শক্তি জাহির রাজনাথের

ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) উদ্বোধন করলেন ব্রহ্মসের (Brahmos) নয়া ইউনিটের। এই ইউনিট...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১১ মে রবিবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৬৯৫ ₹ ৯৬৯৫০ ₹খুচরো পাকা সোনা ৯৭৪৫ ₹ ৯৭৪৫০...

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...