Monday, November 17, 2025

“শুভেন্দুকে চটি দিয়ে মারতাম”! কেন এমন বললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ?

Date:

Share post:

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। আহত হাজারের বেশি। অনেকে নিখোঁজ। অনেকের দেহ শনাক্ত করা যায়নি। আর সবক্ষেতেই বাংলার যাত্রীর সংখ্যা বেশি। প্রথমদিন থেকেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজ থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা, মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া, আর্থিক সহায়তা, সবকিছুই নিজে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে দুর্ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। প্রকৃত সত্য উঠে আসার দাবি করেছেন।

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ করমণ্ডল দুর্ঘটনা নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন। যেখানে দুই রেল আধিকারিক দুর্ঘটনার কারণ নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন। কুণাল অডিও পোস্ট করে লেখেন, এই অডিও-এর সত্যতা তিনি যাচাই করেননি। তবে এই ঘটনা সত্যি হলে সেটা রেলের চরম গাফিলতির সাক্ষী। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।

এবার শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বরানগরের টবিন রোডে তৃণমূলের একটি সভা থেকে শুভেন্দুকে চটি দিয়ে মারার কথা বলেন তিনি। তাঁর কথায়, “করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর শুভেন্দু অধিকারী বলল বালেশ্বরের দুর্ঘটনার পেছনে তৃণমূলের হাত আছে। আমার যদি বয়স কম থাকত তাহলে শুভেন্দু অধিকারীকে চটি দিয়ে মারতাম। তোর কি মাথা পাগল হয়ে গিয়েছে? কোথায় বালেশ্বর পশ্চিমবাংলার বাইরে, তৃণমূল ওখানে গিয়ে ট্রেন সাবতাজ করবে? কিন্তু এসব ওরা বলছে কেন? দিল্লির নির্দেশে। বলেছে তোমরা এমন কিছু বলো যাতে আমাদের উপর থেকে দোষটা চলে য়ায়।”

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...