Friday, December 26, 2025

রাজনৈতিক সৌজন্য! রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমের ঝুড়ি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সর্বদাই রাজনৈতিক সৌজন্য বজার রাখার বিষয়ে সুনাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজনৈতিক সংঘাত, বিবাদের মধ্যেই সৌজন্য দেখাতে কার্পণ্য করেন না তিনি। রাজ্যের বকেয়া, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত- এই সবের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বাংলার বিখ্যাত আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। আম পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও।

কী কী আম গেল মোদির জন্য?
বাংলার সব বিখ্যাত আম- হিমসাগর, ল্যাং ড়া, ফজলি ও লক্ষণভোগ বাক্সবন্দি করে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। আম পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, সুপ্রিম কোর্টেক প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও (DY Candrachud) আম-উপহার পাঠানো হয়েছে। তবে, প্রধানমন্ত্রীকে আম পাঠানোটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকেই এই পরম্পরা শুরু করেছেন মমতা। দিল্লির রেসিডেন্সিয়াল কমিশন সূত্রে খবর, প্রোটোকল মেনে এবারও আম গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া কয়েক হাজার কোটি টাকা। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাংলার সংঘাত চরমে। ওড়িশার রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও তরজা চলছে। রাজনৈতিক দূরত্ব থাকলেও সৌজন্যের খাতিয়ে উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, শুধু দিল্লিতেই নয়, প্রতি বছরের আম যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও। এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছেন বংলার মুখ্যমন্ত্রী।

 

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...