দেশের জাতীয় পতাকার (Indian National Flag) অবমাননার অভিযোগে এবার আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার (John Barla) পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস(TMC)। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে। এনজেপি গুয়াহাটি রুটের বন্দেভারত এক্সপ্রেসের (Vandebharat Express) উদ্বোধনের দিন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার দেশের জাতীয় পতাকাকে হাত পাখার মত ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়েছে এটা আমাদের দেশের কাছে যথেষ্ট অপমানজনক একটা ঘটনা। তাই অবিলম্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল।

আজ বৃহস্পতিবার তৃনমূল কংগ্রেসের নেতা, কর্মী, সমর্থকরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে আলিপুরদুয়ার থানার সঙ্গে কথা বলেন। এরপর রেলের নিউ আলিপুরদুয়ার GRP- তে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক এই অভিযোগ করেছেন। এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন,জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহীতার সামিল। একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তা করেছেন, তাই তাঁকে মন্ত্রীত্ব ও সাংসদ পদ থেকে বহিস্কারের দাবি করা হয়েছে।
