Thursday, August 28, 2025

কেন্দ্রীয় বাহিনীর দাবি! পঞ্চায়েত ভোট ঘোষণার পরই শাহ সাক্ষাত শুভেন্দুর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। জানা যাচ্ছে, শাহ সাক্ষাতে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কেন্দ্রীয় বাহিনীর(Central Force) দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে রাজ্য বিজেপির(BJP) লড়াইয়ের রণকৌশল নিয়ে কথা হয় দুজনের। এছাড়াও জানা যাচ্ছে, রাজ্যে যেহেতু সংগঠন দুর্বল তাই পঞ্চায়েতে সব জায়গায় বিজেপির লড়াইয়ের ক্ষমতা নেই। এই অবস্থায় তৃণমূলকে কোন পথে দুর্বল করা যায় সেবিষয়েও দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছে বিজেপি। পঞ্চায়েত ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আদালতে মামলাও দায়ের করেছেন তিনি। এরপর আর অপেক্ষা না করে কেন্দ্রীয় বাহিনীর ‘বস’ তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের সঙ্গে সরাসরি সাক্ষাত করলেন শুভেন্দু। শুক্রবার সকালে দিল্লি গিয়ে নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন নন্দীগ্রামের ‘লোডশেডিং বিধায়ক’। প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় দু’জনের মধ্যে। এই বৈঠকে নিয়ে শুভেন্দু বাইরে কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলকে দুর্বল করতে বেশকিছু নেতার তালিকা অমিত শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের গ্রেফতার করার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। আবেদন করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে এই তৃণমূল নেতাদের যেকোনও উপায়ে জেলে ঢোকাতে। তাহলেই তৃণমূলকে দুর্বল করে বেশ কিছু জায়গায় বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রাজ্য পঞ্চায়েত নির্বাচনে অমিত শাহকে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যে বিজেপির সংগঠনের হালহকিকত সম্পর্কে শাহকে অবগত করেন, দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে সেটাও শাহকে জানান বিরোধী দলনেতা।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...