Friday, January 2, 2026

“নাথুরাম গডসে ভারতের সুপুত্র”, গান্ধীর খু.নির প্রশংসা করে বিতর্কে গিরিরাজ

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) খুনির প্রশংসা করে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। বাবর ও ঔরঙ্গজেবকে হানাদার বলে কটাক্ষ করে গডসে-কে ভারতের সুপুত্র বলে দাবি করলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিতর্কিত মন্তব্য থেকে। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন, “মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ঔরঙ্গজেবের সন্তানরা জন্মগ্রহণ করেছে।” এরপর সেই মন্তব্যের পালটা জবাব দেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। ফড়নবিসের নাম না করে কটাক্ষের সুরে তিনি বলেন, “একজন বিজেপি নেতা গডসের সন্তানদের ডাকতে বলেছিলেন।” দেবেন্দ্র ফড়নবিস ও আসাদউদ্দিন ওয়েইসির বাক যুদ্ধের মাঝেই শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে টিপু সুলতান এবং ঔরঙ্গজেব প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে, গান্ধী হত্যাকারী গডসের হয়ে ব্যাট ধরতে দেখা যায় তাঁকে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেন, যাঁরা নিজেদের বাবর ও ঔরঙ্গজেবের সন্তান বলেন, তাঁরা ভারতমাতার সত্যিকারের সন্তান হতেই পারেন না। এরপরই নাথুরাম গডসেকে ‘ভারতের সুপুত্র’ বলতে শোনা যায় তাঁকে। আসলে ওয়েইসি ফড়নবিসের মন্তব্যের পালটা দিতে গিয়ে ‘গডসের উত্তরাধিকারী’র প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাব দিতে গিয়েই গিরিরাজ ওই প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, “যদিও উনি (গডসে) গান্ধী হত্যাকারী, তবুও উনি ভারতের সুপুত্র। উনি ভারতেই জন্মেছিলেন। বাবর ও ঔরঙ্গজেবের মতো হানাদার নন।”

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...