অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দিতে গিয়ে সবরকম শিষ্টাচার ভাঙলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়ির মন্দিরে গোলমাল বাধাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঢুকে পড়েন শান্তনু। সব জওয়ানদের পায়ে ছিল জুতো। শুধু তাই নয়, ওখানে উপস্থিত মহিলা ভক্তদের শারীরিক নিগ্রহ করা হয়। ঘটনার তীব্র নিন্দা করে টুইটে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে বিপুল জনপ্লাবন দেখে পায়ের তলার মাটি সরে গিয়েছে BJP-র! সেই কারণে বিভিন্নভাবে তাঁর যাত্রাভঙ্গের চেষ্টা চলছে। কখনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তলব করে, আবার কখনও লোক সাজিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে রবিবার জনসংযোগ যাত্রায় মতুয়া ঠাকুর বাড়িতে যান অভিষেক। কিন্তু তার আগে তাঁকে বাধা দিতে ব্লু প্রিন্ট (Blue Print) তৈরি করেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর রাজনৈতিক বিরোধিতায় সব রকম শিষ্টাচারকে ধুলোয় মিশিয়ে দেন শান্তনু। মতুয়া সম্প্রদায়ের কাছে ঠাকুরবাড়ির অত্যন্ত শ্রদ্ধার এবং ভাবাবেগের জায়গা ঠাকুরবাড়ির মন্দির। অথচ সেই মন্দিরে গোলমাল বাধাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঢুকে পড়েন শান্তনু। জওয়ানদের সবার পায়ে ছিল জুতো। এই দৃশ্য দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা। শুধু তাই নয়, অভিষেককে স্বাগত জানাতে যে মহিলা ভক্তরা মন্দিরে দাঁড়িয়ে ছিলেন তাঁদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তিন মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মন্দিরে দাঁড়িয়েই এই ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক।
I strongly condemn @Shantanu_bjp‘s outrageous act of storming into Thakurbari Temple with CISF, disrespecting the premise by wearing shoes & physically assaulting women devotees.
They have desecrated the sanctity of Thakurbari in the name of politics.
Shameful display of power! pic.twitter.com/5uDFA3GGzz— Abhishek Banerjee (@abhishekaitc) June 11, 2023
পরে টুইটে শান্তনু ঠাকুর তথা বিজেপিকে তুলোধোনা করেন তিনি। লেখেন, “জুতো পরা সিআইএসএফ জওয়ানদের নিয়ে শান্তনু ঠাকুরের হাঙ্গামা বাধিয়ে ঠাকুরবাড়ি মন্দিরকে অসম্মান করা এবং মহিলা ভক্তদের শারীরিকভাবে হেনস্থা করার তীব্র নিন্দা জানাই। এটি জঘন্য কাজ।তারা রাজনীতির নামে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।ক্ষমতার লজ্জাজনক প্রদর্শন!”

আহত মহিলা ভক্তও হাসপাতালের বেডে শুয়ে জানান, কীভাবে শান্তনু ঠাকুরের অনুগামীরা তাঁকে মাটি ফেলে প্রবল মারধর করে। মন্দিরের পুরোহিতও জানান, ষড়যন্ত্র করে শান্তনু মন্দির বন্ধ করে অভিষেককে আটকানোর চেষ্টা করেন।
এদিকে, জুতো পরে মন্দিরে ওঠার ঘটনায় প্রবল ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের মানুষ।
