Monday, August 25, 2025

ভারতের স্ট্রিট ফুড দারুণ ভালো! ‘ঝাল’ কম হলে আরও ভালো, পুণের রাস্তায় দাঁড়িয়ে বড়া পাও খেলেন সুজুকি!

Date:

Share post:

বড়া পাও, পাওভাজি ভারতে পথের ধারে বিক্রি হওয়া খাবার খেয়ে রীতিমত মুগ্ধ জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। মহারাষ্ট্রের পুণের রাস্তায় স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুটপাথের খাবার চেখে দেখতে বেরিয়েছিলেন তিনি। সেই সফরের নানা মুহূর্তের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন ভারতীয় ফুটপাথের খাবারের প্রতি তাঁর ভাললাগার কথা। এও জানিয়েছেন , খাবার খেতে গিয়ে খানিকটা ‘ঝাল’ লেগেছে। হিরোশির সেই টুইট দেখে তাঁকে ভারতের খাবার নিয়ে মন্তব্যও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ নজর হাইকোর্টে
সম্প্রতি হিরোশির পুণের ফুটপাতে দাঁড়িয়ে খাওয়ার পোস্ট ভাইরাল হয়েছে। সস্ত্রীক পুণের ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার খাওয়ার একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন হিরোশি। লিখেছেন, ‘‘ভারতীয় ফুটপাথের খাবার আমার দারুণ ভাল লাগে, … কিন্তু একটু ঝাল কম প্লিজ!’’ আবার কোনওটিতে তিনি লিখেছেন, ‘‘আমাকে অনেকে মিশাল পাও চেখে দেখার পরামর্শ দিয়েছিলেন, তবে ঝাল খাওয়ায় আমার স্ত্রী আমাকে টেক্কা দিয়েছে।’’
ভিডিয়োয় দেখা যাচ্ছে মহারাষ্ট্রের পুণে শহরের রাস্তায় বড়া পাও দেখে উৎসাহিত সুজুকি এবং তাঁর স্ত্রী। দু’জনেই বড়া পাও খেতে শুরু করেন। কিন্তু ঝাল খেয়ে কিছুক্ষণ চুপ তো যান সুজুকি। তাঁর ঝাল লেগেছে দেখে মজা করে তাঁর স্ত্রী একটি লঙ্কা এগিয়ে ধরেন তাঁর দিকে। সেই লঙ্কা দেখেই আঁতকে ওঠেন সুজুকি।
অন্য একটি ভিডিয়োয় দেখা যায় দু’জনেই মিসাল পাও খেতে এসেছে একটি রেস্তারাঁয়। সুজুকি যেখানে বার বার ওয়েটারকে ঝাল কম দেওয়ার অনুরোধ করতে ব্যস্ত, তখন তাঁর স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমারটায় সবচেয়ে বেশি ঝাল।’’ এর জবাবে ওয়েটার তাঁর কাছে জানতে চান, জাপানি রাষ্ট্রদূতের স্ত্রী কোলাপুরি লঙ্কার ঝাল খেতে চান কি না। তিনি তাতেই রাজি হয়ে যান।
ভিডিয়োর এর পরের পর্বে দেখা যায় সুজুকির স্ত্রী বিনা বাক্যব্যয়ে ওই ঝাল মিসাল পাও খাচ্ছেন। আর সুজুকি নিজের খাবারটিতে কোন চাটনি দিয়ে খেলে ঝাল কম লাগবে, তা-ই খুঁজছেন। এ প্রসঙ্গেই সুজকি লেখেন, ঝাল খাওয়ার দৌড়ে তাঁর স্ত্রী তাঁর থেকে এগিয়ে।


ভিডিয়োগুলি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। রবিবার সুজুকির ভিডিয়োটি নিজের টুইটারে শেয়ার করে মোদি লিখেছেন, ‘‘এই একটি প্রতিযোগিতায় আপনার হেরে গেলেও খারাপ লাগার কথা নয়।মাননীয় রাষ্ট্রদূত আপনাকে ভারতীয় খাবার ভালবেসে খেতে দেখে ভাল লাগছে। আরও ভাল লাগছে সেই খাবার খাওয়ার অভিজ্ঞতা আপনি এত সুন্দর ভাবে সমাজমাধ্যমে উপাস্থাপন করছেন দেখে। এমনই আরও ভিডিয়ো আমাদের দেখাতে থাকুন।’’

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...