Sunday, August 24, 2025

বেলা গড়াতেই শহরে স্বস্তির বৃষ্টি, দমকা হাওয়ায় রাজ্যে বর্ষার আগমনী সুর  

Date:

Share post:

রবিবারও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু, সোমবার সকাল থেকেই বদলে যায় শহরের আবহাওয়া (Weather)। তবে দুপুরের দিকে রোদের তেজ থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় তিলোত্তমার আকাশ। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। পরে নামে দু’এক পশলা বৃষ্টি (Rain)। তবে সন্ধের আগে কিছুক্ষণের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় কলকাতাতেও (Kolkata)। তবে এদিন সকাল থেকেই কলকাতায় আকাশের মুখভার। একাধিক জায়গায় বৃষ্টির পাশাপাশি বইতে শুরু শুরু করে ঝোড়ো হাওয়া। ফলে এদিন সকাল থেকেই তাপমাত্রায় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। গত শুক্রবার বৃষ্টি হলেও তাপমাত্রায় কোনওরকম ফারাক দেখা যায়নি। তবে এবার বর্ষার আগমণ বার্তার সঙ্গেই কলকাতাতেও তাপমাত্রা নিম্নমুখী। তবে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের (North Bengal) ওপরের পাঁচটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় ভূমিধসেরও সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে এবং উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোম এবং মঙ্গলবার অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু।

পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপরূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ১৫ জুন এটি পাকিস্তানের করাচি এবং গুজরাটের মধ্যেবর্তী মান্ডবি উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হবে গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশে। ইতিমধ্যেই মুম্বই শহরে প্রবল ঝড় শুরু হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...