ইন্টারকন্টিনেন্টাল কাপে আজ লেবাননের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারতীয় দল। লেবাননের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল ফুটবল খেললেও একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া করল ইগর স্টিমাচের দল। যা ফাইনালের আগে চিন্তায় রাখল ভারতীয় কোচকে।টানা সাত ম্যাচ জয়ের পর পয়েন্ট নষ্ট টিম ইন্ডিয়ার।

ফাইনাল নিশ্চিত করেই প্রতিযোগিতার সব থেকে কঠিন ম্যাচটা খেলতে নেমেছিল ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে থাকা লেবাননকে হারিয়ে প্রথম একশোয় ঢুকে পড়ার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবলকেই অস্ত্র করেছিল ব্লু টাইগাররা। সুনীলকে বেঞ্চে রেখে আশিক কুরুনিয়নকে এক স্ট্রাইকার করে রণকৌশল সাজিয়েছিলেন কোচ স্টিমাচ। ৪ মিনিটেই অনিরুদ্ধ থাপা গোলের সহজ সুযোগ নষ্ট করেন। গোল করার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ছাংতে। কিন্তু অনিরুদ্ধ একা গোলকিপারকে সামনে পেয়েও বল বাইরে মারেন। ১৯ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়ে যায় ভারত। লেবাননের পেনাল্টি বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন আশিক। কিন্তু তাঁর শট সোজা চলে যায় বিপক্ষ গোলকিপারের হাতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আশিককে তুলে রহিম আলিকে নামান স্টিমাচ। পরে সাহালের পরিবর্তে নামেন নাওরেম মহেশ। আক্রমণে সাহায্য করার জন্য রক্ষণ ছেড়ে অনেকটা উঠে আসেন আনোয়ার। কিন্তু খেলা যত গড়ায়, পরিস্থিতি কঠিন হয় দু’দলের কাছেই। তার মধ্যেই মাঠের একদিকে ফ্লাডলাইটের কয়েকটি আলো নিভে যায়। যদিও মাত্র মিনিট দুয়েকের জন্য। তাতে খেলায় কোনও প্রভাব পড়েনি। ৮০ মিনিটে উদান্তর পরিবর্তে সুনীল এবং সন্দেশের জায়গায় রাহুল ভেকে নামেন। ৮৩ মিনিটে আরও একটি সহজ সুযোগ চলে আসে ভারতের সামনে। অনিরুদ্ধ লেবাননের বক্সের উপর বাঁদিকে ফাঁকায় বল বাড়ান রহিমকে। কিন্তু বাঙালি স্ট্রাইকার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। সংযুক্ত সময়ে অনিরুদ্ধর সেন্টার থেকে হেডে গোল করতে পারেননি সুনীল।

আরও পড়ুন:নতুন স্পনসরের খোঁজ বিসিসিআইয়ের, আবেদন করতে বিশেষ বিজ্ঞপ্তি বোর্ডের
