Thursday, August 21, 2025

কোচবিহার টু কাকদ্বীপ, আজ ঐতিহাসিক নবজোয়ারের শেষদিনে একমঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

জার্নি শুরু হয়েছিল এপ্রিলের ২৫ তারিখ। দেখতে দেখতে ৫০টি দিন পার। কোচবিহার থেকে যে জনসংযোগ শুরু হয়েছিল আজ কাকদ্বীপে এসে তা শেষ। তৃণমূলে ঐতিহাসিক নবজোয়ারের আজ শেষদিন। রোদ-ঝড়-জল-হামলা-মামলা উপেক্ষা করে রাস্তা-ঘাটে, মাঠে-ময়দানে মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে এমন রাজনৈতিক কর্মসূচি এই প্রথম। যা অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ কাকদ্বীপে ঐতিহাসিক নবজোয়ারের মঞ্চে ফের একসঙ্গে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রধান সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:অগ্নি*গর্ভ মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগু*ন ধরিয়ে দিল জনতা

এদিকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাঝেই বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। কাকদ্বীপে আজ ঐতিহাসিক জনসভায় মমতা-অভিষেক যুগলবন্দি ফের দেখবে রাজ্যবাসী। এর আগে মালদার ইংরেজবাজার ও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অভিষেকের সঙ্গে যোগ দিয়েছিলেন মমতা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাত্রসায়রে।তবে পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ একই মঞ্চে মমতা-অভিষেক। দলীয় কর্মীদের কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহল।

উল্লেখ্য, কর্মসূচি শুরুর ঠিক একদিন আগে ট্যুইট করে অভিষেককে অভিনন্দন জানিয়ে উৎসাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লিখেছিলেন, ‘‘তৃণমূল নবজোয়ার হল প্রথম একটি অভিনব রাজনৈতিক প্রয়াস। এই প্রয়াসের জন্য আমি অভিষেক এবং দলের কর্মীদের জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই যাত্রা রাজ্যজুড়ে হবে।’’

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...